ভাসানিয়া

150965271_405

টুং টাং টুং সুর তোলে
মেঘছানার দল
ছল ছলানো মেঘ প্রপাতে
নৌকা ভাসাই চল
চল না ভাসাই-চল…

গাছ সবজে আবীর মাখে
আকাশ মাখে নীল
ফুলেরা রংধনু মেখে
দিচ্ছে কাকে দিল!
আরে রংবেরঙের দিল…

সমুদ্রটাও বন্ধকীতে
ঝিনুক বুকে জল
ঝমঝমিয়ে এলে তখন
নৌকা ভাসাই চল।
ভাসি-ভাসাই
নৌকা ভাসাই চল…

2 thoughts on “ভাসানিয়া

  1. সমুদ্রটাও বন্ধকীতে
    ঝিনুক বুকে জল
    ঝমঝমিয়ে এলে তখন
    নৌকা ভাসাই চল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।