টুং টাং টুং সুর তোলে
মেঘছানার দল
ছল ছলানো মেঘ প্রপাতে
নৌকা ভাসাই চল
চল না ভাসাই-চল…
গাছ সবজে আবীর মাখে
আকাশ মাখে নীল
ফুলেরা রংধনু মেখে
দিচ্ছে কাকে দিল!
আরে রংবেরঙের দিল…
সমুদ্রটাও বন্ধকীতে
ঝিনুক বুকে জল
ঝমঝমিয়ে এলে তখন
নৌকা ভাসাই চল।
ভাসি-ভাসাই
নৌকা ভাসাই চল…
সমুদ্রটাও বন্ধকীতে
ঝিনুক বুকে জল
ঝমঝমিয়ে এলে তখন
নৌকা ভাসাই চল।
সুন্দর কবি দিদি