বৈশাখ মানেই বাংলার বৈশাখ, বাঙালির বৈশাখ। নতুন বছর উৎসবে আনন্দে প্রাণের বন্যায় আমাদের হৃদয়ে ঝড় তোলে।
আজ আবার একটা নতুন বছর। এই নতুন বছর কতটা শুভ বার্তা নিয়ে আসছে আমাদের জীবনে জানি না। কালের নিয়মে দিন যায় দিন আসে, এই প্যানডেমিকের সময় ভীষণ সংকটের মুখে আমরা। তবুও বছরটিকে শুভ বলতে চাই।
নতুন বছর, হৃদয়ের অন্তঃস্তল থেকে বলতে চাই শুভ হোক –
সব শুভ হোক।
সব অন্ধকার মুছে গিয়ে আলো আসুক। সবার ভালো হোক। পৃথিবী প্রাণ ভরে নিঃশ্বাস নিক, বাতাস রোগ মুক্ত হোক। সুন্দর হোক। আরোগ্য আসুক, এই প্রার্থনা করি।
শুভ হোক নতুন বছর।
শুভ হোক আগামী।
সব বাঁধা কাটিয়ে ম্যাজিকের মত জনজীবনে শান্তি নেমে আসুক। স্বস্তি স্থায়ী হোক। জয় হোক মানবের, জয় হোক মানবতার, জয় হোক সমগ্র অনিয়মের উপর নিয়মের। জয় হোক সবলের উপর দুর্বলের। জয় হোক অশিক্ষার উপর শিক্ষার। জয় হোক নিরানন্দের উপর আনন্দের।
জয় হোক অশিক্ষার উপর শিক্ষার। জয় হোক নিরানন্দের উপর আনন্দের।
ভীষণ সুন্দর উপস্থাপন। শুভ কামনা রইলো।