তুমি তাপসী নও

2195861_n

তুমি তাপসী নও- স্বৈরিণী
দম্ভ চরণে কাঁপাচ্ছ জোছনা বন- সৌম্য রজনী
জোনাকির বিরুদ্ধে হুলিয়া জারি করে- ধ্যান মগ্ন
ঋষির নির্বর্ম বুকের উষ্ণতা লুটে নিতে চাও;
তুমি নও যজ্ঞের অরণী-
আগুনের সমুদ্রে- মক্ষী স্রোত!
তোমার নগ্ন অক্ষে অদম্য ক্রোধ, পিয়াসের উদ্যত চাবুক
নও তুমি তাপসী- নিটোল বক্ষের কৈলাসী, নক্ষত্রের অসুখ
ক্রন্দসীর চাপা কান্না, সন্তপ্ত দীর্ঘশ্বাস!
তুমি জানো- রুষ্ট আবেগে ঘনীভূত ঠোঁটে
কতটা শুদ্ধ ছোঁয়ায় জীবন্ত হয় শ্রীকৃষ্ণের বাঁশি;
ঘুঙুটে হৃদ্য স্বর-
বালিহাঁসের পালকে লুকানো উষ্ণতা,
কতটা নৈবদ্যের পর জবা ফুলের মত ফুটন্ত রাধার হাসি।

যে স্বাদ গ্রহণে- সমুদ্র ধরেছি বুকে
এক চিমটি লবণে,
দীর্ণ- দরিদ্র প্রকাণ্ড জীবন- হাল ছাড়িনি তবু
অবিরাম হেঁটেছি শ্রমণ- একাগ্র ধ্যানে।
নিভু নিভু প্রদীপ শিখা
অধীর লগনে সতৃষ্ণ আত্মা- পুড়েছে উন্মত্ত আগুনে
কভু নিঃশেষে
কভু উপহাসে- আছি নির্লিপ্ত; বিশুদ্ধ সমর্পণে।

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “তুমি তাপসী নও

  1. আপনার কলম হয়ে যে অনুভূতির প্রকাশ যেমন হয়েই বেরুয় … অসাধারণ হয়।
    নন্দিত শুভেচ্ছায় ভালোবাসা প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।