আগুন ফুল

36973926_n

পচা সুতোয় গাথা জীবন,
সামান্য ভুলে মৃত্যুর হাতছানি।
দাঁড়িয়ে রয়েছি একা সতর্ক, আতঙ্কিত-
পাহাড়ের শেষ সীমানায়।

একবার ছুঁয়ে দেখতে চাই আগুন ফুলের গাছ।

উপনিষদের রাজকীয় ভঙ্গিমায়
সূর্যের মতো দীপ্ত প্রেমিক অপেক্ষায়।

অথচ আমি এক আলোকবর্ষ স্বপ্ন নিয়ে,
কেটে গেলাম অসুখি সাঁতার!

2 thoughts on “আগুন ফুল

  1. "উপনিষদের রাজকীয় ভঙ্গিমায়
    সূর্যের মতো দীপ্ত প্রেমিক অপেক্ষায়।" ___ শুভ কামনা প্রিয় কবিবন্ধু রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।