উন্নতির স্লোগানে মাটির ময়নারা
টেবিল ভরে হরেক রকম খাদ্য খায়;
আর আসমানীদের চোখের পলক
পেট খারাপের দিকে সুধায়-
তবুও তারা কেমন করে
আসমানীদের উন্নতির গান শোনায়-
আলসার গ্যাস্ট্রিক আসমানীদের পেট পোড়ায়;
উন্নতির জোয়ারে ক্ষুর্ধাত ভাটায়-
আসমানীদের অট্রহাসি পায়!
কি করে সব মাটির ময়নারা খায়-
টিয়া,তোতা দেখবি যদি আয়!
কি করে সব মাটির ময়নারা খায়।
১২ অগ্রহায়ণ ১৪২৮, ২৭নভেম্বর ২১
যাপিত জীবনের খণ্ড চিত্র। বেশ লিখেছেন প্রিয় বাউল কবি মি. সরকার।
জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-
মনোমুগ্ধকর লিখনি, শুভ কামনা সবসময়।
জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—-
খুব সুন্দর একটা কবিতা
অশেষ ধন্যবাদ জানাই কবি অপূর্ব দা