অট্রহাসি পায়

index হাসি

উন্নতির স্লোগানে মাটির ময়নারা
টেবিল ভরে হরেক রকম খাদ্য খায়;
আর আসমানীদের চোখের পলক
পেট খারাপের দিকে সুধায়-
তবুও তারা কেমন করে
আসমানীদের উন্নতির গান শোনায়-
আলসার গ্যাস্ট্রিক আসমানীদের পেট পোড়ায়;
উন্নতির জোয়ারে ক্ষুর্ধাত ভাটায়-
আসমানীদের অট্রহাসি পায়!
কি করে সব মাটির ময়নারা খায়-
টিয়া,তোতা দেখবি যদি আয়!
কি করে সব মাটির ময়নারা খায়।

১২ অগ্রহায়ণ ১৪২৮, ২৭নভেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “অট্রহাসি পায়

  1. যাপিত জীবনের খণ্ড চিত্র। বেশ লিখেছেন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন—-

    1. জি মহী দা অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।