মেঘের চূড়া

27616

মেঘ ছুঁয়েছে পাহাড় চূড়া-
বরফ গলা নদী
তোমায় ছুঁয়ে এমন করে
থাকতে পারি যদি

আপন মনে

রাত বিরেতে চলার পথে
তোমার আমার কথা
দুপুর বেলা সঙ্গে থাকে
নীরব অলসতা

সঙ্গোপনে

সন্ধ্যা প্রদীপ হয়নি জ্বালা
তবুও এত আলো
আকাশ জুড়ে তারার কুচি
করছে ঝলোমলো

আলোর নাচন

চাঁদের বুকে মেঘের বাসর
জোনাক জ্বলা মন
তোমার হাতেই আমার হাতের
পূর্ণ সমর্পণ

মরণ বাঁচন

গভীর রাতে কথার সাথে
গানের সুরে ভেসে
তোমায় আমি জড়িয়ে থাকি
আনন্দে আশ্লেষে

ভীষণ ভালোবেসে

হৃদয় সাগর উথালপাথাল,
থাকনা বিষাদ দূরে
জীবন খাতায় প্রতি পাতা
ভরবে তোমার সুরে

স্বপ্নে কাছে এসে

5 thoughts on “মেঘের চূড়া

  1. চাঁদের বুকে মেঘের বাসর
    জোনাক জ্বলা মন
    তোমার হাতেই আমার হাতের
    পূর্ণ সমর্পণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. চমৎকার লিখেছেন, কবি দিদি। শুভকামনা থাকলো। 

  3. সুন্দর অনুভবে অনন্য সৃজন।

    অতিশয় মুগ্ধতা ও শুভ কামনা রাখলাম পাতায়।

  4. কবি রিয়া দিদি চমৎকার এক অনুভব প্রকাশ 

    ভাল থাকবেন———-

  5. কবি রিয়া দিদি

    চমৎকার এক অনুভব প্রকাশ 

    ভাল থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।