বয়স তো ভাই অনেক হলো, যায় কি রাখা ধরে!
ক’দিন বাদেই হয়তো বা যম জানটা নিবে হরে।
হয়নি আজও কিছুই কেনা
গুনছি তবু কালের দেনা
চাওয়া পাওয়ার রজ্জুতে রোজ গিট্টু নতুন গড়ে।
মন জেনে কি থামছে ক্ষণিক বাস্তবতার দোরে!
যদি ভাবি হোক না জীবন সবুজ গাছের সাড়া,
কেউ পেরেছে রাখতে তারে যত্নে চির খাড়া!
লোভ লালসার ধূর্ত মতি
শুনেই সাজে তালের পতি
ভাঙা ঢোলেই গড়তে সে ফের ঠুমরি গানের তাড়া।
চাইলে কি আর যায় গো রুখা চঞ্চলা সেই ধারা!
সুন্দর লিমেরীক কবি দা
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল প্রিয় কবি!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।