অভিমান

ria

নীল আকাশের চাঁদটার থেকে অভিমান তুলে নিয়ে, যদি ইচ্ছে করে উড়ে যাই হাওয়া পথ ধরে! সেই যে পথে কবে ভেসে গেছি ছোট্ট আমি। বৃষ্টির ফোঁটা জলে মিশে নিয়ে গেছে সবটুকু আলো, এই আমাকে অন্ধকারে রেখে।
এখন ছায়ারা শুধু ভিড় করে অবরে সবরে। ভাবছি মেঘেদের কাছ থেকে বৃষ্টি নেবো আর আনমনে মেখে নেবো। দুদিন ধরেই দু’চোখের প্লাবনে ভেসে গেছে মেঘমন। জানি, এ চোখের মেঘ সরাবার বৃথাই প্রয়াস।

ইচ্ছে করে গাছেদের শিরা থেকেও সবুজের ঢেউ নিতে। হৃদয় মাঝে ফুল সাজে রেখো দেবো। আর যদি হৃদি-নদে তালে তালে নাও খানি ভাসে আর ভাসানের উৎসবে যদি চিতার ছাই ওড়ে, তবে উড়ে যাক, পুড়ে যাক সব দীর্ঘশ্বাসে। বিসর্জনের ঢাক বাজুক আবার।

মন, তুই শুধু রাত হলে খুঁজে নিস জোনাকির আলো।

2 thoughts on “অভিমান

  1. বাহ বেশ  আবেগময় কবি দিদি

    ভাল থাকবেন

  2. যদি হৃদি-নদে তালে তালে নাও খানি ভাসে আর ভাসানের উৎসবে যদি চিতার ছাই ওড়ে, তবে উড়ে যাক, পুড়ে যাক সব দীর্ঘশ্বাসে। চিতার ছাই ওড়ে, তবে উড়ে যাক, পুড়ে যাক সব দীর্ঘশ্বাসে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।