পোড়া লাশ আর স্বজনদের আহাজারিতে প্রকম্পিত চারিদিক। প্রতিটা খবরে ক্ষণে ক্ষণে আতংক বাড়ছে। গর্ভবতী স্ত্রী নামতে পারেননি তাই স্বামীও নামেননি। গর্ভের সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু। স্বামীর স্ত্রীকে ছেড়ে চলে আসার সুযোগ ছিলো কিন্তু চলে যায়নি স্ত্রী আর গর্ভের সন্তান কে মৃত্যুর মুখে রেখে কারণ তাদের ভালবাসায় ছিলনা কোনো স্বার্থ, এটা ছিলো পৃথিবীর বুকে প্রকৃত ভালোবাসা, বেঁচে থাকার এক অন্যন্য ইতিহাস। মৃত্যু সুনিশ্চিত জেনেও অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা রেখে পালিয়ে যান নি স্বামী। ঠিক কতটা ভালোবাসলে কেউ এমন করতে পারে তার প্রমাণ ছিলো এটা। ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে তাদের ভালোবাসা……
.
চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন প্রতিদিনের মতো, স্বপ্ন ছিলো বিশ্ব জয়ের, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস তারা কি জানতো যে এটাই ছিলো জীবনের শেষ আড্ডা, চারটি মাথার পোড়া খুলি পরে আছে…..
.
বাবার কাছে সন্তান বিরিয়ানি খেতে চাইছে। বাবা বিরিয়ানি নিয়ে ফিরে এসে সন্তানকে এখনো পাননি, এক বাবার বুক ভাঙা আর্তনাদ বিরিয়ানী প্যাকেট হাতে নিয়ে ছেলেকে খুঁজে চলেছে অসহায় বাবা……
.
জমজ দুই সন্তান বাবাকে খুঁজছে, তারা নিজেরা ও জানেনা তার বাবা লাশের মিছিলের মাঝে পড়ে ছাই হয়ে আছে…..
.
দুই ভাইয়ের জড়াজড়ি করা লাশ আলাদা করার পর দেখা যায় তাদের বুকে জড়িয়ে ধরা এক শিশুর লাশ। শিশুকে বাঁচানোর শেষ চেষ্টা করছিলেন দুই ভাই, আপ্রাণ চেষ্টা করে কিন্তু শেষমেশ তারা আগুনের কাছে পরাজিত হয়……
.
নর্থসাউথ এ পড়ে এমন সন্তানের লাশ চাচ্ছে তার মা, ছেলের ছাই হয়ে যাওয়া লাশ। সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে প্রতিটা আর্তচিৎকার। ছেলেটার বিদেশ যাওয়ার স্বপ্ন পুড়ে বিলীন হয়ে গেছে…….
.
মৃত ভাইয়ের লাশ শনাক্ত করে বাবাকে ফোন দিয়ে বলছে ভাইয়ের লাশ পাবার কথা……
.
আহ্, প্রতিটা লাশের পেছনে ছোট ছোট গল্প লুকিয়ে আছে। মরে যাওয়ার আগে কত জনে কত গল্প তৈরি করে গিয়েছে তার হিসেব নেই, কারো গল্প মানুষ জেনেছে কারোটা জানেনি। প্রিয়জনের সাথে শেষ কথা, শেষ দেখা, শেষ স্মৃতি। এখন তা শুধুই চিৎকারে পরিনত হয়েছে, তারা কেউ আর বেঁচে নেই মরে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে…….
.
একুশের শোক চকবাজার ট্রাজেডি মিলে পুরো জাতিকে ভাষাহীন নির্বাক করে দিলো। আল্লাহ সবাইকে বেহেশতে নসীব করুন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য্য প্রদান করুন, সহ্য করার তৌফিক দিন, আমীন…….
6 thoughts on “প্রতিটা লাশের পেছনে ছোটছোট গল্প…”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমাদের জাতীয় জীবনের অন্যতম এক দুঃখজনক মর্মান্তিক ঘটনার স্বাক্ষী হয়ে রইলো একুশে ফেব্রুয়ারী। আল্লাহ সবাইকে বেহেশতে নসীব করুন। আমীন।
Ameen……..
ভয়াবহ এই দূর্ঘটনায় আহত নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ধন্যবাদ
মর্মান্তিক।
শোকাহত