ভালোবাসা……..

ভালোবাসা সে তো নদীর স্রোতের মতো আবহমান ধারা,
সীমাহীন নীল আকাশের মতো বিস্তৃন আবার কখনো
শ্রাবনের মেঘলা আকাশ……..
ভালোবাসা সে তো বৃষ্টির রিমঝিম শব্দে রবীন্দ্রনাথের গান,
ভোরের বেলা শিশিরের বিন্দু মেশানো শিউলী ফুলের একটি মালা…….
ভালোবাসা সে তো সন্ধ্যা তারার কাছ থেকে নেয়া,
রুপালী অক্ষরে তোমায় লেখা একটি চিঠি…….
তোমায় এতো ভালোবাসি বলেই আকাশ ও প্রকৃতি জুড়ে চলছে এতো আয়োজন…….
দুর থেকে মনে হয় আর একটু কাছে গেলেই ছোঁয়া যাবে,
অথচ যতোই কাছে যেতে চাই ততোই যেনো আরো দুরে সরে যাই……..

8 thoughts on “ভালোবাসা……..

  1. দূর থেকে মনে হয় আর একটু কাছে গেলেই ছোঁয়া যাবে,
    অথচ যতোই কাছে যেতে চাই ততোই যেনো আরো দূরে সরে যাই।

    এরই নাম ভালোবাসা প্রিয় কবি মৌসুমী। :)

    1. অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা জানবেন………….

    1. ধন্যবাদ ডিয়ার , শুভ কামনা রইলো……..

  2. ভালোবাসা সে তো নদীর স্রোতের মতো আবহমান ধারা। মুগ্ধ হলাম বোন ফারজানা শারমিন মৌসুমী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. অনেক ধন্যবাদ , শুভেচ্ছা জানবেন…………

  3. ভালোবাসা সে তো বৃষ্টির রিমঝিম শব্দে রবীন্দ্রনাথের গান,
    ভোরের বেলা শিশিরের বিন্দু মেশানো শিউলী ফুলের একটি মালা……

    মন ছোঁয়া কবিতা। 

    1. অনেক ধন্যবাদ , শুভেচ্ছা রইলো……….

মন্তব্য প্রধান বন্ধ আছে।