জীবন

জীবন,
যা আবেগ থেকে পাঠ করা হয় সুনিপুন !
আপনার কি মনে হয়,আপনি মানুষ?
তাহলে স্বপ্ন দেখুন বেঁচে থাকার সাহস নিয়ে ।

আপনি ভবিষ্যৎ লিখুন একটি সাদা পাতায়,
আর ক্যানভাসে এঁকে রাখুন কালো অতীত !
হ্যাঁ কালো অতীত, হোক কিছুটা ধূসর রঙের!

এই যে আমরা প্রতিনিয়ত যা পাঠ করি জীবন
থেকে এটায় আমাদের বর্তমান, স্বচ্ছ বর্তমান,!

তাই স্বপ্ন দেখুন,বেঁচে থাকার স্বপ্ন দেখুন,!

২৮/০২/১৯

8 thoughts on “জীবন

    1. শ্রদ্ধেয় রিয়া দিদি আমি আপনার অনেক অনেক ছোট হবো তাই আমাকে প্রণাম দিয়ে লজ্জা দিবেন না,,,

      আমাকে একটু বড় দিদি হয়ে ভালোবাসার ছায়ায় রাখলে আমি ধন্য হয়ে যাবো,,!আপনি আমার প্রণাম ও  শুভেচ্ছা জানবেন,, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif 

  1. জীবন মানে আমার কাছে প্রতি দিন প্রতি মূহুর্ত। তাইতো উপভোগ করার চেষ্টা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর ও সুখ ময় করে উপভোগ করুন শ্রদ্ধেয়,,,

      আপনার জীবন সুন্দর হোক এই প্রত্যাশা,, শুভেচ্ছা জানবেন,, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif      

  2. বাহ কতো সুন্দরভাবে উপস্থাপন। মুগ্ধতা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।