এই সংক্ষিপ্ত জীবন
তোমায় দিতে চায় অনেক কিছু
কিন্তু তোমার ওই উষ্ণ হৃদয়
সহজে ধরে রাখতে পারবে কী ???
আমার অন্তহীন ভালোবাসা
আমি তোমার থেকে অনেক দূরে হেঁটে চলে গিয়েছি
বলোতো এভাবে কেন ডাকো আমাকে পিছুটানে ???
কেন মিছে হাত বাড়ালে ???
কেনই বা ভালোবাসার প্রদীপ রাখো জ্বালিয়ে ???
আমার বুকের ভেতর তোমার জন্য মৃত নদী
কিছু দীর্ঘশ্বাস যন্ত্রণার নীল মেঘ
ভুলে যাবো ভেবে এতো দূরে আসা,
বলোতো এভাবে কেন ডাকো আমাকে পিছুটানে ???
কেন মিছে হাত বাড়ালে ???
কেনই বা ভালোবাসার প্রদীপ রাখো জ্বালিয়ে ???
8 thoughts on “কেন ডাকো আমাকে পিছুটানে…”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
টাফ্ রোম্যান্টিক।
তাই নাকি……!
ধন্যবাদ জানবেন , শুভেচ্ছা রইলো…….!
বাহ্ সুন্দর তো !! অভিনন্দন কবি দিদি ভাই।
Thank you dear ❤️
শুভেচ্ছা কবি বোন ফারজানা শারমিন মৌসুমী।
আপনাকেও শুভেচ্ছা কবি
ভুলে যাবো ভেবে এতো দূরে আসা,
বলোতো এভাবে কেন ডাকো আমাকে পিছুটানে ???
কেন মিছে হাত বাড়ালে ???
কেনই বা ভালোবাসার প্রদীপ রাখো জ্বালিয়ে ??? মুগ্ধতা
ধন্যবাদ , শুভেচ্ছা জানবেন…………