চিকিৎসক

কাঁহা গিয়া রোগীসব এসে গেছি বৈদ্য
ব্রাজিলের থেকে পাশ করে এনু সদ্য।
মন্তর জলপড়া তুকতাক ইউনানী
আলাপাথী হোমোপাথী কোবরেজী সব জানি।

এইও খবর্দার কে বলিস হাতুড়ে?
নির্ঘুম রোগীদের করি ঘুমকাতুরে।
পেটে বুকে থাকে যদি অ্যাসিডিটি সর্দি
পরিয়ে দি তাকে আমি ব্রাজিলের উর্দি।

বাত হলে কাত হয়ে শুতে হবে বাজারে,
সারবেই গ্যারান্টি রোগী এক, হাজারে।
হার্টে যদি লেগে যায় কোনো প্রতিবন্ধক
বুকে দুই কিল মেরে ঘষে দাও গন্ধক।

সুগারের রোগীদের বাড়বেই জেল্লা,
সব খানা ছেড়ে খাও শুধু রসগোল্লা।
পেটরোগা বাঙালির কাচকলা পেঁপে ঝোল
টান মেরে ফেলে খাও কাবাব ও এগরোল।

হেডঅফিসের গোল- মালে যারা ভুগছে,
গোবর আর ডিমপচা খেয়ে দেখ ছুটছে।
থাকবে না দুরারোগ সন্যাস ক্যানসার,
কঠিন ওই ব্যধিদের জানি আমি অ্যানসার।

সেরে যাওয়া রোগীদের নিয়ে টিম করবো,
নেক্সট ওয়ার্ল্ডকাপে খেলব ও জিতবো।
দেখেছ তো কত ভালো আমি রাজবৈদ্য,
হাফ রোগী ভালো হলো পড়ে এই পদ্য।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

10 thoughts on “চিকিৎসক

  1. মন্তর জলপড়া তুকতাক ইউনানী
    আলাপাথী হোমোপাথী কোবরেজী সব জানি।

    চিকিৎসকের এই অবস্থা হলে রুগীর অবস্থা কেমন হবে ছবিই বলে দেয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    1. ভালো বলেছো প্রিয় ভাই। wink তবে এমন চিকিৎসকের খপ্পরে পড়লে devil

  2. আর কারও ভালো বা মন্দ লাগে নাই। মানে মন্তব্য নাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  3. আহা দারুণ! আপনার কবিতা পড়ে কিছুক্ষণ হাসছিলাম শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। ভালো লাগলো আপনার লেখা ছড়া কবিতা।

  4. আমার ভীষণ ভাললেগেছে কবিতা পড়ে ।   এক কথায় অপূর্ব লিখেছেন প্রিয় কবি সৌমিত্র দাদা। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    ঠিক তাই দাদা। অর্ধেক সুস্থ হয়ে গেছি।আমার হার্টের সমস্যা।বাট এই চিকিৎসা তো নেয়া যাবে না দাদা।

    1. হেহেহে। চিকিৎসা নেবার দরকার নাই বোন হাসনাহেনা রানু। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।