সদ্য ফোঁটা গোলাপ………

আমার অস্তিত্ব জুড়ে শুধুই তুমি,
এই যে লাল বেনারশী তোমারই দেয়া
খোঁপায় বেলি ফুল তোমার পছন্দ,
ঠোঁটে পদ্ম ফোঁটা লাল লিপষ্টিক তোমারই দেয়া,
তোমার ভালোবাসার রঙে পড়েছি সিঁদুর,
প্রণয়ভূষণ আলতা পায়ে,
ভালোবাসার আলোয় গড়া পায়ের নুপুর,
কামনার আগুনের অলংকার,
সবই তোমার পছন্দের ।
আজকাল নিজের পছন্দ ভুলেই গিয়েছি
তোমার চর্চায়, নিঁখুত পরিচর্যায়
তুমি খুব যত্ন করে ভালোবেসে সাজাও আমায় ।
মাঝে মাঝে তুমি আমার পাশে এসে বসো
চেয়ে দেখো কিভাবে চুল বেঁধে বেলি গুঁজে দেই খোঁপায় ,
কখনো বা পড়িয়ে দাও আকাশ নীল শাড়ী নিজের হাতে,
যেভাবে ভালোবাসার পরশ বুলাও হৃদয়ও মাঝে ।
কখনো ভালোবেসে আমায় রূপান্তরিত করো সদ্য ফোঁটা গোলাপ ফুলে,
যেন তুমি নি:শ্বাসে ছুঁয়ে দিলেই ফুটবে কবিতা,
কখনো বা রূপান্তরিত করো ভোরের শিশির ভেজা শিউলি ফুলের স্নিগ্ধতা,
কখনো হৃদয়ে ঘটাও বজ্রপাত ঘর্ষণ বৃষ্টি ভীষণ উথাল পাথাল ঢেউ,
এ কেমন জলস্রোতের মায়ার লহর
আহ্ —
নিশিথে ভালোবেসে তুমি করাও জোছনায় স্নান ।
তোমার প্রেমের অমিয় সুধা পান করে
আমি আজ উজ্জিবীত,
আমার অস্তিত্ব জুড়ে শুধুই তুমি……………

— ফারজানা শারমিন
২৬ – ০৮ – ২০১৯ ইং

16 thoughts on “সদ্য ফোঁটা গোলাপ………

    1. অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন………….

  1. মিষ্টি রোম্যান্টিক কবিতা। অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন কবি………..

  2. সব মিলিয়ে সুন্দর লিখেছেন কবি ফারজানা শারমিন। :)

    1. অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো…………..

  3. আপনার কবিতার প্রচ্ছদ আমার ভীষণ আকর্ষণীয় মনে হয় আপা। :)

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় । শুভেচ্ছা রইলো………….

  4. তোমার ভালোবাসার রঙে পড়েছি সিঁদুর,
    প্রণয়ভূষণ আলতা পায়ে,
    ভালোবাসার আলোয় গড়া পায়ের নুপুর। 

    দারুণ উপভোগ্য কবিতা প্রিয় কবি দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন কবি…………

  5. কখনো ভালোবেসে আমায় রূপান্তরিত করো সদ্য ফোঁটা গোলাপ ফুলে,
    যেন তুমি নিঃশ্বাসে ছুঁয়ে দিলেই ফুটবে কবিতা। চমৎকার কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন কবি…………

  6. ওয়াও গোলাপের মতই  লিখাটি ছবিটি 

    শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন…………..

    1. অসংখ্য ধন্যবাদ আপু । শুভেচ্ছা রইলো…………..

মন্তব্য প্রধান বন্ধ আছে।