ভালোবাসা ৫

তোমাকে সেদিন দেখেছি
লাল রক্তজবা খোপায় গেঁথে
গিয়েছিলে বাসন্তী উৎসবে।
তোমার প্রেমময় দৃষ্টি ছিল
শুধু অচেনা একটি মুখে।
তুমি শুধু ভালোবাসা বিলোতে
আল্লাদে-উষ্ণতায়।
তোমার চোখ দুটি ছিলো
চিরহরিণী কাজল মাখা
ঠোঁটে ছিল লাল লিপিস্টিক।
দক্ষিণা হাওয়ায়
উড়ছিলো তোমার কালো চুল।
শাড়ির আচলে ছিল রোমান্টিক
হাতের ছোঁয়া । ভালোবাসা
ছিলো তোমার শিরা
উপশিরায় প্রবাহমান।
তুমি ছিলে
ভালোবাসা ও আমাতে।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

13 thoughts on “ভালোবাসা ৫

  1. আমার পঞ্চাশোর্ধ জীবনে কালো শব্দের ভালোবাসা বিষয়টি যদিও খুব একটা প্রভাব ফেলতে পারে না, তারপরও লক্ষ্য করছি ছোট সাইজের ভালোবাসার কবিতা পড়তে একদম মন্দ লাগে না। ধন্যবাদ মি. শান্ত চৌধুরী। :)

    1. দাদা আপনি কালো শব্দের ভালোবাসায় ডুবে না গিয়ে বাস্তবিক ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন নিশ্চয়ই। 

      কবিতার ভালোবাসাময় শুভ কামনা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif         

  2. সুন্দর কবিতা কবি শান্ত ভাই। অভিনন্দন। :)

  3. সুন্দর কবিতা। আমার বেশ ভালো লাগে আপনার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ আপু

      আমার লিখা একটি শব্দও যদি আপনাকে স্পর্শ করে, মনে দাগকাটে তাহলেই আমার লিখা সার্থক।

      পাশেই থাকবেন আশা রাখি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. ভালোবাসা ছিলো তোমার শিরা
    উপশিরায় প্রবাহমান।
    তুমি ছিলে
    ভালোবাসা ও আমাতে।

    সুন্দর লিখন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ রিয়াদি  

      নিরন্তর শুভ কামনা  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. আপনার কবিতায় আমার একটি স্লোগান থাকুক, ভালোবাসাময় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি  সৌমিত্র  দাদা

      ভালোবাসাময় ভালোবা, কবিতা বেঁচে থকুক ভালোবাসায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif    

মন্তব্য প্রধান বন্ধ আছে।