আশার কিরণ………….
কথা দিয়েছো জীবন ভর
তোমার ভালোবাসার পরশে জড়িয়ে রাখবে
প্রতিদিনই সিক্ত করছো তোমার ভালোবাসার জোয়াড়ে,
কথা দিয়েছো এক সাথে পাড়ি দিবে জীবনের প্রতিটি পথ হাতে হাত রেখে,
এক সাথে ভিজে যাবো কোন এক রোমাঞ্চিত রিমঝিম বর্ষাতে,
কথা দিয়েছো আমার কন্ঠ না শুনে ঘুমাতে যাবেনা যতোই আসুক ক্লান্তি,
কথা দিয়েছো আমৃত্যু পাশে থাকবে যতোই আসুক বাঁধা,
অমন করে কেন এতো ভালোবাসো আমায় ?
অযুত লক্ষ কোটিবার ভালোবেসেছো অবলীলায়,
কেন হৃদয়ের সমস্ত জায়গাতে লিখেছো আমার নাম ?
কেন রাঙিয়েছো ভালোবাসার রঙে এ সিঁথি ?
কথারা নির্বাক —
তবু কাছাকাছি থাকা অনন্তকাল
অস্থিরতা, অপেক্ষা, নীরবতা, কল্পনা, প্রেম মিলেমিশে এক স্বর্গীয় অনুভূতি,
আমিও সীমাহীন আকাশের মতো তোমাকে ভালোবাসি
সমুদ্রের বিশালতার মতো গভীর ভাবে তোমাকে ভালোবাসি,
প্রণাম করি তোমায় চরণ ছুঁয়ে
আমি যেন হারিয়ে যাই একান্তই তোমার মাঝে,
তোমার আমার প্রেম বিজয় গাঁথা রইল কবিতার ভাঁজে ভাঁজে,
দীর্ঘস্থায়ী কিছুই নয় জানা সত্তেও হৃদয় প্রতি মুহুর্তে গড়ে যায় এক স্বপনের তাজমহল,
সেটা প্রেম হোক কিংবা বাস্তব !
আশার কিরণ যেন কখনো না যায় মুছে………….
— ফারজানা শারমিন
১১ – ১২ – ২০১৯ ইং
আশার কিরণ যেন কখনো না যায় মুছে…
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি শুভেচ্ছা জানবেন…………….
আমিও সীমাহীন আকাশের মতো তোমাকে ভালোবাসি
সমুদ্রের বিশালতার মতো গভীর ভাবে তোমাকে ভালোবাসি। সুন্দর কবিতা।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি শুভেচ্ছা জানবেন………..
এককথায় আপনার কবিতা পড়তে ভালই লাগে আপু। শব্দনীড়ের সহ-ব্লগারদের পোস্টে আপনার মন্তব্য কিন্তু দেখি না।
প্রিয় কবি আমাকে ক্ষমা করবেন সময়ের সল্পতার কারনে আমার ফেইসবুকে তেমন সময় দেয়া হয়না তাই সবার পোস্টে যেতে পারিনা । শব্দনীড়ের সকল কবি লেখকদের প্রতি রইলো অনেক ভালোবাসা……….
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুহৃদ ❤️
কথা দিয়েছো জীবন ভর। কথার মূল্য যেন রাখে। ভালোবাসা কবিবোন ফারজানা।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি ভাই শুভেচ্ছা জানবেন………….
আসলে কিছুই দীর্ঘস্থায়ী অথবা চিরস্থায়ী নয়!
তবু এতো স্বপ্ন
এতো তাপ- অনুতাপ ।। এতো ভাঙ্গা গড়া……
অসংখ্য ধন্যবাদ প্রিয় শুভেচ্ছা জানবেন………….
আমার আন্তরিক সালাম ও
শুভেচ্ছা জানুন প্রিয় শ্রদ্ধেয়া


আপনাকেও সালাম শুভেচ্ছা ও শুভ কামনা প্রিয় কবি ।
ভালো থাকবেন………
অমন করে কেন এতো ভালোবাসো আমায় ?
অযুত লক্ষ কোটিবার ভালোবেসেছো অবলীলায়,
কেন হৃদয়ের সমস্ত জায়গাতে লিখেছো আমার নাম ?
অসংখ্য ধন্যবাদ প্রিয় শুভেচ্ছা জানবেন…………..
সেটা প্রেম হোক কিংবা বাস্তব !
আশার কিরণ যেন কখনো না যায় মুছে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় শুভেচ্ছা জানবেন…………..
অস্থিরতা, অপেক্ষা, নীরবতা, কল্পনা, প্রেম মিলেমিশে এক স্বর্গীয় অনুভূতি।
অসংখ্য ধন্যবাদ প্রিয় শুভেচ্ছা জানবেন………..
ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ প্রিয় শুভেচ্ছা জানবেন…………..