বিজয়

মা, মাটি আর মানুষের প্রাণান্ত যখন পাষান বুটের চাপে।
সাহসী ছেলেরা সইতে পারেনি দিয়েছিল প্রাণ সঁপে।
সন্তান হারা মায়ের আহাজারী,
এতিমের কান্না গগন বিদারী।
রক্তের কালিতে লিখে দিলে বিজয়ের নাম, লাল সবুজের ছোপে।

18 thoughts on “বিজয়

  1. রক্তের কালিতে লিখে দিলে বিজয়ের নাম, লাল সবুজের ছোপে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ ভাইয়া

       হাসি মুখে যারা দিয়ে গেলো  প্রাণ

      ষ্কয় নাই তার  ষ্কয় নাই 

      আজকের দিন তাদের   আত্মার শান্তি  কামনা করি

       

  2. এই বিজয়ের শপথ দৃপ্ত অঙ্গীকার আমাদের ধরে রাখতে হবে। সালাম আপু।

    1. সালাম আপুনি ঠিক তাই  আাগাম বিজয় দিবসের শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. বিজয় আমাদের মা, মাটি আর মানুষের। আজকের দিনে স্বজন হারনোদের স্মরণ করি।

    1. সালাম আজাদ ভাই  কেমন আছেন

      আজকের দিনে স্মরণ করি যারা জীবন দিয়ে  মা মাটি মানুষকে  মুক্তি  দিয়েছেন  তাদের আত্মার শান্তি কামনা করি

       

    1. ধন্যবাদ দাদা  ঠিক তাই যত দিন  দেশ থাকবে অমর গাঁথা হয়ে থাকবে বিজয়ের শুভেচ্ছা রইলো 

  4. এই পাওয়া অক্ষুন্ন থাক দিদি ভাই। বাংলাদেশের জয় হোক। এগিয়ে যাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ দিদি  ঠিক তাই  এই বিজয়  প্রাণের বিজয়  আজীবন  থাকুক  সমৃদ্ধি  লাভ করুক  এই কামনা  বিজয়ের শুভেচ্ছা তোমাকেও https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সালাম কবি কবিরাজ দা কেমন আছেন  সে তো অনেক দিন 

      এই তো আলহামদুলিল্লাহ 

      বিজয়  আমাদের অহংকার  মাথা উঁচু করে দাড়াবার  

      অনেক শুভকামনা বিজয় দিবসের   শুভেচ্ছা ভাইয়াhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ঠিক তাই  এই বিজয় আমাদের  কারো দান নয় রক্তের  দামে কেনা অটুট থাকুক  জন্ম জন্মান্তর  শুভকামনা আপু  বিজয় দিবসের শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ কবি ভালো লাগলো আমারও বিজয় দিবসের শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।