বিকেলের আকাশে বিলাসী চাঁদ

মাঝেমধ্যে দিনের আকাশে চাঁদ দেখা যায়
মেঘ মুক্ত নির্মল নীল আকাশের ফাঁকে, —
এক টুকরো শাদা প্রেমময়ী চাঁদ হাসছে :
তখন জ‍্যোৎস্না রাত লাগে না চাঁদের পাশে
বিকেলটাও চাঁদের জন্য প্রাণবন্ত হয়ে ওঠে;
বিকেলের শাদা ঠোঁট গলে কেন জ‍্যোৎস্না ঝরে না?
জ‍্যোৎস্না কি শুধু রাত্রির জন্য ?
আমি ঠিক বুঝি না —
আমার জ‍্যোৎস্না থৈ থৈ বালুচুড়ি মন
কেবলই সমুদ্র বিকেলের নগ্নতা ভেঙে ,
ধোঁয়া ধোঁয়া কুয়াশায় শুভ্র জ‍্যোৎস্না খুঁজে ফেরে।

10 thoughts on “বিকেলের আকাশে বিলাসী চাঁদ

    1. প্রিয় কবি আজাদ ভাইয়া, আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। বহুদিন আমার প্রিয় শব্দনীড় ব্লগ থেকে দূরে ছিলাম। আবার সবার মাঝে ফিরে এলাম। ভীষণ ভাল লাগছে।

      ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম। শুভ কামনা সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. প্রিয় কবি বন্ধু, আলমগীর সরকার লিটন কেমন আছেন? বহুদিন পর আবার  ব্লগে ফিরে এলাম। আপনি শুধু অভিযোগ করেন আমার কবিতা গুলো বড় হয়ে যায়। কি করব বলুন। কিভাবে যেন হয়ে যায়। আপনার পরামর্শ মাথায় রাখব। সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। শুভ কামনা রইল।

    1.  আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম কবি। অনেক দিন ব্লগে ছিলাম না। আবার নিয়মিত হলাম। আপনাদের লেখা ও পড়া হবে। শুভ কামনা রইল।

       

  1. দীর্ঘদিন শব্দনীড়ে আসতে পারিনি। আজকে আশা করছি সবার লেখাই পড়বো। নমস্কার কবি দিদি ভাই। :)

    1. দীর্ঘ দিন ব্লগে আমিও ছিলাম না রিয়া দি ভাই। কেমন আছেন? এখন থেকে আমিও ব্লগে নিয়মিত হলাম, এবং আশা করছি সবার লেখা পড়া হবে।

       শুভেচ্ছা রইল প্রিয় কবি রিয়া দিদি ভাই। আপনাকেও নমস্কার।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

       

  2. বিকেলের আকাশে বিলাসী চাঁদ শিরোনামে লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। তাই আপনার কবিতার পাতায় মুগ্ধতা রেখে গেলাম। 

    শুভকামনা থাকলো।          

    1. কবি দাদা, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভ কামনা সতত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।