অনুভব…

received_4295437847161894

অনুভব………….

রাত নেমেছে
অগনিত দীর্ঘশ্বাসে ষষ্ঠ ইন্দ্রীয় কাঁপে হৃদয়ের কার্নিশে,
রঙিন বুদবুদের মাঝে গোপন কথারা অজান্তে যায় হারিয়ে,
শূন্যের ভিতরে কত ঢেউ আছে জানি না,
স্যাটেলাইটের চোখে দূর থেকেই দেখেছি নীল কাঁচের জীবন,
শঙ্খহীন ঝিনুক ছড়িয়ে আছে,
গভীর নীরবতার সৈকতে কিছু নিষ্পাপ স্বপ্ন,
এই নীরব সংলাপের মাঝে আছে জলতরঙ্গ ও ইশান মেঘের প্রতিধ্বনি,
নোনা জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ,
অনেক কিছুই অস্পৃশ্য থেকে যায় কিছু স্মৃতি রয়ে যায় নির্জন রেলওয়ে স্টেশনে,
স্পর্শ করতে পারিনা সকালের প্রথম কিরণটা,
শুরু হয় নিশান্তের ঝমঝম বৃষ্টি,
মাঝখানের দ্বীপ ডুবে গেছে ইতিমধ্যেই এখন ঢেউ আর ঢেউ,
সমস্ত সীমারেখা পেড়িয়ে উন্মত্ত বাতাস অগনিত দীর্ঘশ্বাস,
তুমি ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষায় ঘিরে আছে অন্ধকার,
জ্বলজ্বল করছে স্বপ্নের অভিবাদন,
দুটি প্রজাপতি যেন সুখ কুড়াতে ব্যস্ত
একটি গভীর অনুভব চিরকালের জন্য জোয়ার ভাটার ঢেউ ভিজিয়ে দেয় উভয়ের পরিসমাপ্তি……..

— ফারজানা শারমিন
২৫ – ০৭ – ২০২১ ইং

2 thoughts on “অনুভব…

  1. “তুমি ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষায় ঘিরে আছে অন্ধকার,
    জ্বলজ্বল করছে স্বপ্নের অভিবাদন ….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

মন্তব্য প্রধান বন্ধ আছে।