তুমি এবং আমি

24131

এই তুমি আমি বলছি কথা বসে
নদীর ধারে।
হাতটি রেখে হাতে,
চোখটি রেখে চোখে।

সারা’টি রাত কেটে গেলো দুজনার
জোছনা মেখে ।
জোনাকির আলপনায়
ঝিঁ-ঝিঁ-র গানে গানে।

চাঁদ ডুবে যা’য় পশ্চিমের আকাশে
রক্ত আবিরে।
পাখি ডাকা ঐ ভোরে
রাত্রি যায় দূরে সরে।

এই তুমি আমি বলছি কথা বসে
নদীর ধারে।
ঘুম-ঘুম ঐ চোখে
প্রেমের নেশা লাগে।

এই তুমি আমি-আমি তুমি দুজন
নিভৃতে একা।
গহিন বালু চরে
রব জনম ধরে।

2 thoughts on “তুমি এবং আমি

  1. অসাধারণ রোম্যান্টিসিজম। দারুণ প্রকাশ প্রিয় কবি মি. সুজন হোসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।