ইলিশ কথা!

ইলিশ কথা!

চায়নিজ গ্রসারি শপ থেকে উত্তম ফোন করে জানতে চেয়েছে, “বুঝলে, এখানে মায়ানমারের ইলিশ আছে, আনব?”

বলি, “অবশ্যই আনো।

– কিন্তু বাংলাদেশের ইলিশ না তো, মায়ানমারের ইলিশ! তেমন স্বাদ কি হবে?

-আরে ছাড়ো তো, মায়ানমারের জনগণের একাংশ যেখানে বাংলাদেশি হয়ে গেছে, ইলিশের বাংলাদেশি হতে সমস্যা কি?

– না, মানে, স্বাদ গন্ধ তো পছন্দ হবে না!

– হবে হবে। রোহিঙ্গারা এখন চাল চলনে, কথায় আচরণে, বিভিন্ন নির্বাচনে ভোটের হিসাবে বাংলাদেশি হয়ে গেছে না? রোহিঙাদের কি রোহিঙ্গা বলে বাংলাদেশি জনগণ থেকে আলাদা করা যায়?

– আরে দূর, কাজের কথা বলো।

– আরে, কাজের কথাই তো বলছি। তুমি বললে, মায়ানমারের ইলিশ বাংলাদেশি ইলিশের মত সুস্বাদু হবে কিনা! সেই কথাই বলছিলাম। আমরা এখন মায়ানমারের ইলিশে মানুষে সকলেই বাংলাদেশি হয়ে গেছি।
তুমি মায়ানমারের ইলিশ আনো, রান্নার পর বাংলাদেশি হয়ে যাবে।

– বোকার মত কথা বলো না তো!

-হি হি হি!! দিনে দিনে আমরা বাংলাদেশিরা সকলেই বোকা হয়ে গেছি। তাই তো ইলিশের দেশের মাইয়া হয়েও মায়ানমারের ইলিশের কথা শুনে আনন্দে ফুলিশ হয়ে গেছি।
ফোনালাপ শেষ।

উত্তম দুই হাত ভর্তি করে বাজার এনেছে। তার মধ্যে মায়ানমারের ইলিশ আছে। আরও আছে চায়নিজ কলার মোচা, চায়নিজ করলা, এবং ডাটা দিয়ে ইলিশের ঝোল খাওয়ার জন্য চায়নিজ ডাটা।

মনে মনে কই, সবই দেখি নাক বোঁচাদের প্রডাক্ট। বাংলাদেশের প্রডাক্ট কই?

পরক্ষণেই মনে হইল, বাংলাদেশিরা নিজেদের প্রডাক্ট তৈরি করবে কখন! তারা ব্যস্ত অন্যের গোয়ালে ধুঁয়া দিতে! বিশ্বকাপ ফুটবলে নিজের দেশ নাই তা নিয়ে মাথা ব্যথা নাই। তারা ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলে বাতাস দিতে ব্যস্ত।

নিজের কথাই ধরি না কেন, আমি কি কম ফুলিশ! আর্জেন্টিনা আর্জেন্টিনা করে কম লাফিয়েছি! আর এই যে এখন, মায়ানমারের ইলিশ কোলে নিয়ে বসে আছি।

কই, একবারও তো মনে এলো না, পদ্মার ইলিশ চাই, মায়ানমারের ইলিশ খামুনা। আমি যদি খামুনা কইতাম, উত্তম কি নিজের গাঁটের পয়সা খরচ করে অন্য দেশের ইলিশ কিনতো?

আমি সোনামুখ করে মায়ানমারের ইলিশ খাচ্ছি বলেই তো, বাংলাদেশিরা সোনামুখ করে রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছে বলেইতো মায়ানমারের ব্যবসায়ীরা ইলিশ রপ্তানি করছে আমেরিকায় থাকা বাংলাদেশীদের কাছে, আর রোহিঙ্গা রপ্তানি করছে বাংলাদেশে।

পৃথিবীতে ফুলিশরাই পরের জন্য দিওয়ানা, বাকি সকলেই নিজের বিষয়ে সেয়ানা।

8 thoughts on “ইলিশ কথা!

  1. পৃথিবীতে ফুলিশরাই পরের জন্য দিওয়ানা, বাকি সকলেই নিজের বিষয়ে সেয়ানা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভালো লাইন কোট করেছেন। ধন্যবাদ আজাদ ভাই। :)

  2. কী যে অসাধারণ করে লেখেন যে কী ভাষায় প্রসংশা করবো সেটাই মাথায় আসে না। :) শুভেচ্ছা দিদি ভাই।

  3. "দিনে দিনে আমরা বাংলাদেশিরা সকলেই বোকা হয়ে গেছি। তাই তো ইলিশের দেশের মাইয়া হয়েও মায়ানমারের ইলিশের কথা শুনে আনন্দে ফুলিশ হয়ে গেছি"https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. * লেখাটা কি আগেও প্রকাশিত হয়েছিল!!!

    1. ওহোহো তাই তো। এই লেখা আগেও এসেছে। কষ্মিন মনে নাই।
      মনে করায়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাই। লজ্জিত। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।