আজ ২৫’শে বৈশাখ।
প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।
রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে ভীষণভাবে প্রভাবিত করে রাখে জীবনের প্রতিটি স্তরে। বুঝতে শেখার পর থেকে আজ অবধি জীবনের প্রতিটি অনুভূতির প্রকাশে তার লিখার সান্নিধ্য পেয়েছি। দৈনন্দিন জীবনাচরণের প্রায় প্রতিটা ক্ষেত্রে তার লিখায় আশ্রয় খুঁজেছি। তিনি যেনো অপার সান্তনা আর শুভেচ্ছা ছড়িয়ে দিয়েছেন অকৃপণ ভাবে।
বোধ করি অধিকাংশ বাঙালি হৃদয়ে তিনি এভাবেই বসবাস করেন। বাঙালির আবেগ অনুভূতির গুলোকে তিনিই কেবল পেরেছেন লিখনির মালায় বাঁধতে। ব্যক্তিজীবনে কবিগুরু আমার অপার মুগ্ধতা। আমার একান্ত প্রেম। আমার প্রতিটি আবেগ তার লিখনিতে সমর্পিত। আমার প্রতিটি অনুভূতিতেই তিনি ছুঁয়ে থাকেন।
ছোট্টবেলায় পড়া সেই “বীরপুরুষ” কবিতা, চোখ বুজে আমি তার প্রতিটি চরিত্র কল্পনা করতে পারতাম, আমি জোড়াদীঘির ঘাট দেখতে পেতাম! ঘুমের ঘোরে হা রে রে রে হাঁক শুনে কাপে উঠতাম।
সেই আমার প্রথম কল্পনা রাজ্যে প্রবেশ।
তার পর জীবনের সকল সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, বিচ্ছেদ-যন্ত্রণা, ঋতু-পার্বণ-উৎসব প্রতিটি অনুভবেই তাঁহাতেই আশ্রয় নিয়েছি প্রাণ ভরে। রবীন্দ্রনাথ ঠাকুর মহাপুরুষ ছিলেন না, কিন্তু তাঁর উপলব্ধিতে মহাপুরুষদের মতোই ঊপলব্ধি পাওয়া যায়। তিনি রসের টোপ ফেলে মানুষে চঞ্চল ও বিক্ষিপ্ত মনকে শান্ত ও সংহত করায় পারদর্শী।
“তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।”
সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।।
অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্য মনের বৃথা উপহার–
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।।
ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে–
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।
সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।।
youtu.be/dyEgLz0QpdU
তিনি যেনো অপার সান্তনা আর শুভেচ্ছা ছড়িয়ে দিয়েছেন অকৃপণ ভাবে। স্বাগতম আপা।
প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শতমুখে জানাই তার কীর্তন। যত বেশী বলা হবে ততোই যেন কম বলা হয়ে যায়। চমৎকার এই দিনে আপনার অনুভবকে উপলব্ধি করলাম বোন।
এভাবেই কবি লক্ষ বছর বেঁচে থাকবেন তাঁর পাঠক শ্রোতার মনে। শব্দনীড় স্বাগতম প্রিয় দিদি ভাই।
রবীন্দ্রনাথ মানেই হৃদয়ের অনুরণন।
প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ভালোবাসা।
শব্দনীড়ে স্বাগতম।