এইতো সেদিনও
এই পথের প্রতিটি
গাছকে আমি চিনতাম,
নীলচে জারুল অরুণাভ কৃষ্ণচূড়া
অথবা পলাশ রাঙা মেঠোপথ
সবই দূর অতীত এখন।
এ পথের দুপাশের
বুনো ঘাসফুলগুলোর কথা
বড্ড মনে পড়ে এখনো।
শীতের শেষটায় শিশির ভারে
নুয়ে পড়তো এদিক ওদিক।
পাথর, বালি, বিটুমিনের মিশ্রণ
চলন গতিটাই মসৃণ শুধু,
জীবনের পথটা নয়।
তাই পাপী ছুটে পাপের পেছন
আর জীবন ছুটে দিন শেষে
নিয়ে কিছু মিথ্যা সময়..
ধন্যবাদ।
কারু পোস্টে আপনা কোন মন্তব্য দেখলাম না।
ধন্যবাদ।
হুম। আমারও ধন্যবাদ রইলো কবি।
—————– ধন্যবাদ।
এখানে সবাই ধন্যবাদ জানাচ্ছেন। মি. রোমেল আজিজ। আপনার সতীর্থরা আপনাকে অন্যান্য সতীর্থদের পোস্টেও সাহচর্য চাচ্ছেন এটা পরিস্কার। সময় দিন।
পবিত্র রমজানের শুভেচ্ছা সহ ধন্যবাদ।