এক টুকরো আহবান
অশুদ্ধতার ভরা স্রোতে প্লাবন
ছড়িয়ে তুমি চলে যাও
তোমরা বিগত হতে থাকো,
এই তুমি আমি মার্কা মিথ্যে প্রহসন একদিন থামবে জানি।
তবু একদিন
খুব বেশি ঝড় হতে ইচ্ছে করে আবার
প্রলয়ঙ্করী প্রেতাত্মার মতো মটকে দিতে ইচ্ছে করে কুকুরের হাড় গোড়।
ওরাও কি মানুষ ?
দু’চোখ বেয়ে কেবল লালসার লালা খেলা করে
বার্ধক্যের মলাট পড়ানো যৌবনে
হাসি পায়, ভীষন হাসি পায়
পাট করা সিঁথিতে সাদা চুলের উঁকি ঝুঁকি খেলা।
হয়তো সময় মেনে নিয়েছে আধুনিকতার ডাক
কিন্তু তারপরো কিছু কথা থেকে যায়
থেকে যায় নৈতিকতার সত্য অহংকার যার গলায় মালা পরালে কেবল নিজে নয়,
চারপাশটাও বড্ড বেশি আলোময় হয়ে ওঠে।
এই সোনা রোদ ছড়ানো মুক্ত উঠোনে একবার পা ফেলে দেখো-
একটি বার চোখ মেলে তাকাও দিগন্তের পাড় ঘেঁষা নীলান্তে
ওখানে ভালোবাসারা সারাদিন লুটোপুটি খায়,
বিশ্বাসে মেঘকে করে আলিঙ্গন।
তুমি বা তোমরা,
তা যেই হউ না কেন
ক্ষমতার শক্ত শৃঙ্খল থেকে বেরিয়ে একবার সবুজ ঘাসে পা ছুঁয়ে দেখো
কি অপরুপ স্নিগ্ধতার ডালা সাজিয়ে রেখেছেন বিধাতা।
ঠাণ্ডা বাক্সের হিম ঘরে আর আটকে রেখোনা নিজেকে ,
গাদা গাদা ফাইলের মাঝে মুখ ডুবিয়ে খুঁজতে চেও না চেনা নোটের হাসি
শেষবারের মতোন শুধু একবার হায়েনার মুখোশটা খুলে ফেলে দেখো
তোমাদের কপোল জুড়ে নেমে আসবে অবাক মুগ্ধতা।
হাসি পায়, ভীষন হাসি পায়
পাট করা সিঁথিতে সাদা চুলের উঁকি ঝুঁকি খেলা।
* কবিতায় পরিপক্কভাব মুগ্ধ করার মত… শুভ কামনা সবসময়।
ধন্যবাদ ভাই। কৃতার্থ হলাম।
হু দিদি চমৎকার লেখেছেন
ধন্যবাদ লিটনদা ।
অনেক সুন্দর হয়েছে কবিতাটি দিদি ভাই।
মুগ্ধ হলাম রিয়া। ধন্যবাদ।
"শেষবারের মতোন শুধু একবার হায়েনার মুখোশটা খুলে ফেলে দেখো
তোমাদের কপোল জুড়ে নেমে আসবে অবাক মুগ্ধতা।" ___ রিয়েলিষ্টিক লিখা প্রিয় কবি।
ধন্যবাদ শব্দ কারিগর
I am not able to reply in bengali … feeling disappointed !!
ধন্যবাদ শব্দ কারিগর ।ল্যাপিতেই অবশেষে ফিরলাম ।
Same to me…
I can't reply or comment in bengali.
Something wrong.
ঐযে ল্যাপি ছাড়া গতি নাই। মোবাইলে হচ্ছে নারে ভাই।
আপনার এই দ্বিতীয় লেখাটিও ভালো লাগলো। আরো লেখা পড়তে চাই বোন।
সৌমিত্র -এই নামের ক্র্যাশ খেয়েছি সেই ছোট বেলায়। সৌমিত্র চ্যাটার্জি, ভারতীয় অভিনেতা। লেখা লিখতে চাই, ছাপাতেও চাই, বাকিটা সম্পাদকের ইচ্ছে।
সুন্দর একটি কবিতা।
ধন্যবাদ শাকিলা তুবা ।
ক্ষমতার শক্ত শৃঙ্খল থেকে বেরিয়ে একবার সবুজ ঘাসে পা ছুঁয়ে দেখো
কি অপরুপ স্নিগ্ধতার ডালা সাজিয়ে রেখেছেন বিধাতা।
* ভাবে মুগ্ধ কবি…
ধন্যবাদ ভাই।