গ্রাম্য বৌ

গ্রাম্য বৌ

প্রেমহীন কাজের সংসার
প্রেম বিয়ের পর শুকিয়ে যায়

ধান গাছের পাশ দিয়ে যাওয়া ঘোমটা বৌ
শরীরে আঁচড়
যৌন পিপাসা বকের নির্জনতা
মাছরাঙা স্বপ্নগুলো মাতৃত্বের আলপনাতে লেবুজল শুষছে
সরবত তাঁর জীবনে
আসে নি
ঘোর অমাবস্যায় মোমবাতি জ্বেলে প্রতীক্ষারত
তেত্রিশী পেত্নী আত্মা
একঝলক পরমাত্মার মিশ্রণে সম্পৃক্ত
চঞ্চল ঝলসানো কুঠার—

7 thoughts on “গ্রাম্য বৌ

  1. "একঝলক পরমাত্মার মিশ্রণে সম্পৃক্ত চঞ্চল ঝলসানো কুঠার।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. প্রেমহীন কাজের সংসার
    প্রেম বিয়ের পর শুকিয়ে যায়- না পূর্ণজীবন পায়

  3. সাবলীল ভাষায় অনুপম লেখা,,,

     

    ভালো লাগলো বেশ,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।