বেগুনি রঙের বৃষ্টি

বেগুনি রঙের বৃষ্টি

ঝুম বৃষ্টিতে গা ভিজিয়ে খুঁজতে গিয়েছি
বেগুনি রঙের স্পর্শে।
তোমার সীমাহীন ব্যস্ততা আন্দোলিত করেছে
দগ্ধ করেছে হৃদপিণ্ড।

ঘন আকাশের বুকে শরীর বিছিয়ে অবসাদ গাহন
তৃপ্তি দিয়েছে সাময়িক।
তুমি দাড়িপাল্লায় মেপে মেপে হিসেব করে
নিক্ষেপ করো অপর্যাপ্ত অনুভূতি।

আমি যে শঙ্খচিল ;
উড়তে জানা সাদা পায়রা,
অদৃশ্য ডানা দিয়ে উড়ে যাই মেঘ বাড়িতে।
তবু শেকল পড়বার মিথ্যে প্রলোভন স্বপ্ন
দু’চোখে মাখি আজো,
তেপান্তরের মাঠ পেরিয়ে ডুবে থাকি –
ওত পাতা কোন এক বেসামাল সৈকতে
ওখানে নিতান্তই চোরাবালি ঘেরা ঘাট ;
সে আমার অজানা নয় মোটেও।

ডাহুকের হাহাকার জমানো কান্না ;
অশুদ্ধ প্রেমের নিঃশব্দ হাতছানি,
একলা করে দেওয়া ক্লান্ত গোধূলি লগন
ভুলের পরিমাপ বাড়াতে অজান্তে ঘুম হয়ে আসে।।

5 thoughts on “বেগুনি রঙের বৃষ্টি

  1. ওত পাতা কোন এক বেসামাল সৈকতে
    ওখানে নিতান্তই চোরাবালি ঘেরা ঘাট ;
    সে আমার অজানা নয় মোটেও।

    বেগুনি রঙের বৃষ্টি অবগাহন অসাধারণ প্রিয় কবি রোদেলা নীলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক সুন্দর হয়েছে দিদি ভাই। কেন যে নিয়মিত লেখেন না !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আমার কাছে পাঠক হিসেবে কবিতাটি ভালো লেগেছে নীলা বোন। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. ডাহুকের হাহাকার জমানো কান্না ;
    অশুদ্ধ প্রেমের নিঃশব্দ হাতছানি,
    একলা করে দেওয়া ক্লান্ত গোধূলি লগন
    ভুলের পরিমাপ বাড়াতে অজান্তে ঘুম হয়ে আসে।।

     

    * শব্দ দ্যোতনায় বিমুগ্ধ প্রিয় কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. অসাধারণ লিখেছেন শ্রদ্ধেয় রোদেলা নীলা দিদি। শুভকামনা সবসময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।