জুড়ে থাক দু’টো করতল
একদিন খুব বেশি ঝড় হবে এই যাদুর শহরে ;
নিয়ন বাতিগুলো একটু একটু করে নিভে যাবে।
সেদিন রাস্তায় থাকবে না কোন ট্র্যাফিক,
অনন্ত শ্রাবণ মাথায় করে ডুবে যাব গহীন অরণ্যে।
তুমি সেইদিন এসো এই গভীর উপত্যকায়,
নিঃসংগ মুঠো জুড়ে ভরা থাকবে দু’টো করতল।
পরম এক আন্তরিকতার স্বর লক্ষ্য করলাম। অভিনন্দন প্রিয় কবি রোদেলা নীলা।
ধন্যবাদ প্রিয় সম্পাদক ।
ভরা থাক স্মৃতি সুধায় কবি বোন রোদেলা নীলা।
বৃষ্টি শুভেচ্ছা দাদা ।
নিঃসংগ মুঠো জুড়ে ভরা থাকবে দু’টো করতল। আত্মিক তৃপ্তি ফুটে উঠে আছে লিখায় আর ছবিতে।
নতুন বইয়ের পাঠ উন্মোচনের দিন ছিল,সম্পাদক পোস্টে দেবেন তা বুঝিনি ।সত্যি ত্ররপ্তির সময় ছিল সে সন্ধ্যায় ।
সুখি মানুষের প্রতিচ্ছবি।
তা যা বলেছেন শাকিলা তুবা …
এমন আনন্দ ধামে থাকুন প্রিয় দিদি ভাই।
আপনাদের মতো পাঠক বন্ধু পাশে থাকলে জীবনে আর কী চাই।
একদিন বুঝি আজকের দিনটায় ছিল,,ঝড় বৃষ্টির মাঝে আটকে পড়ে আছি,,,খুবই চমৎকার উপস্থাপন,, অনেক ভালো লাগলো শ্রদ্ধেয় কবি,, শুভেচ্ছা জানবেন,,,
আজ সত্যি খুব ঝড় ঢাকায় , ধন্যবাদ সুজন ভাই।
আপনার যেগুলো কবিতা পড়েছি তার মধ্যে
এটাই সেরা মনে হলো কবি আপু
অনেক অনুপ্রেরণা পেলাম———-
ঝড়ো কবিতায় ঝড় বয়ে গেল ভিতরে বাহিরে। শুভকামনা।