কফিনে বন্দী গোলাপ ও প্রেম

কফিনে বন্দী গোলাপ ও প্রেম

আজ সারারাত বারান্দায় বসে থাকবো।
আমার সাথে রাত জাগবে দুটি রেশমের পোকা।
কাল সকালে তুমি যখন ‘শুভ সকাল’ জানাবে
তখন আমি গভীর ঘুমে কোমায় চলে যাব।

আমার কোমায় যাওয়ার খবরটি প্রকাশিত হবে
দৈনিক নারকেল পাতায়, তুমি টিভির স্ক্রলে
আমার নাম দেখে আঁতকে উঠবে না।
একটি সাদা গোলাপ দিতে চেয়েও
দিতে পারোনি বলে তুমি আক্ষেপও করবে না।

কোমায় যাওয়া মানুষেরও কোনো আক্ষেপ থাকে না,
থাকে না গোলাপের লোভ।
তবুও, গোলাপ না পেয়ে আক্ষেপ করে করে
আমি যদি কোমায় চলে যাই,
এই যে যাওয়া আসা, ভালোবাসা, এসব নির্মম নয়।
এটা প্রেম।

এই নির্মম প্রেমের সাক্ষী থাকবে আমার
ব্যাচেলর ব্যালকনি আর তোমার বাগানে ফুটে থাকা
একটি সাদা গোলাপ।

জায়েদ হোসাইন লাকী সম্পর্কে

জায়েদ হোসাইন লাকী জন্ম : ১৮ জুলাই, ঢাকা। প্রকাশিত গ্রন্থ : ❑ ভালোবাসা বাতাস সেলাই করে (কবিতা) ❑ একদিন রাস্তায় চাঁদ নেমেছিল (ছোট গল্প) ❑ আমি তাকে আদর করি, নয়তো হত্যা করি (কবিতা) ❑ হাত বাড়াই নিষিদ্ধ গন্দমের দিকে (কবিতা) ❑ যেভাবে আমার দ্বিতীয় মৃত্যু হলো (কবিতা) ❑ ভূমিবালিকা (কবিতা) ❑ নারী ও গোলাপ (কবিতা) ❑ আগডুম বাগডুম ছড়া (ছড়া, প্রকাশিতব্য) ❑ বৃষ্টি ও প্যারাসিটামল (কবিতা) ❑ একমুঠো প্রেম হলে কেটে যায় দিন (কবিতা) ❑ ভুল করে তোমাকে ভেবেছি আমার (কবিতা) ❑ ক্ষ্যাপা সমুদ্রের জলোচ্ছ্বাস (কবিতা) ❑ ভালোবাসা উড়ে যায় পাখির ডানায় (কবিতা) ❑ নির্বাচিত কবিতা লেখক ❑ বাংলাপিডিয়া (বাংলাদেশের প্রথম ১০ খণ্ডে লিখিত জাতীয় কোষগ্রন্থ) অর্জন ❑ অধ্যাপক সত্যেন বোস সাহিত্য পদক-২০১১ ❑ আমরা করব জয় ও এটিএন বাংলা সাহিত্য সম্মাননা-২০১৪ ❑ জাতীয় সাহিত্য পদক-২০১৬ ❑ সাপ্তাহিক 'খোলাচোখ' সাহিত্য সম্মাননা-২০১৮ সম্পাদিত ছোট কাগজ ❑ বাংলাকাগজ ❑ মানবজীবন ❑ মুক্তি ❑জাগরণ ❑ মানচিত্র ❑ সময় ❑ভুমিপত্র ❑ কালেরবৃক্ষ ❑ মনোভূমি। নির্বাহী পরিচালক ❑ ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ সম্পাদক, প্রকাশক ❑ ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রধান সম্পাদক ❑ সাপ্তাহিক অপরাধসূত্র নির্বাহী সম্পাদক ❑ দৈনিক বাঙালির কণ্ঠ ❑ সাপ্তাহিক মুক্তবাংলা ❑ সাপ্তাহিক আইন আদালত সাব এডিটর ❑ দৈনিক ইত্তেফাক ব্লগার ❑ সামহোয়ার ইন ব্লগ ❑ উইবলি ডট কম ❑ বিডিনিউজ ❑ শব্দনীড় সংবাদ উপস্থাপক ❑ আরটিভি ❑ বাংলাভিশন প্রযোজক ❑ রাজশ্রী ফিল্মস ❑ আরটিভি ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

7 thoughts on “কফিনে বন্দী গোলাপ ও প্রেম

  1. মারাত্মক কথাবার্তা।  কোমার কথা শুনলে গা শিউরে উঠে।      

  2. কফিনে বন্দী গোলাপ ও প্রেম অসাধারণ হয়েছে জায়েদ হোসাইন লাকী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. এই নির্মম প্রেমের সাক্ষী থাকবে আমার ব্যাচেলর ব্যালকনি আর তোমার বাগানে ফুটে থাকা একটি সাদা গোলাপ। ___ ফ্যান্টাস্টিক ক্রিয়েশন মি. জায়েদ হোসাইন লাকী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. কোমায় যাওয়া মানুষেরও কোনো আক্ষেপ থাকে না, থাকে না গোলাপের লোভ।
    তাহলে আর কবিতায় আক্ষেপের প্রয়োজন কি কবি !! মেনে নিন। :)

  5. কফিনে বন্দী গোলাপ ও প্রেম। কফিনে কেন কবি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  6. কফিনে বন্দি গোলাপ ও প্রেম শিরোনামটাই একটা চমৎকার ফ্লেভার ছড়িয়েছে পুরো কবিতার অবয়বে।শুভ সকাল ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।