কফিনে বন্দী গোলাপ ও প্রেম
আজ সারারাত বারান্দায় বসে থাকবো।
আমার সাথে রাত জাগবে দুটি রেশমের পোকা।
কাল সকালে তুমি যখন ‘শুভ সকাল’ জানাবে
তখন আমি গভীর ঘুমে কোমায় চলে যাব।
আমার কোমায় যাওয়ার খবরটি প্রকাশিত হবে
দৈনিক নারকেল পাতায়, তুমি টিভির স্ক্রলে
আমার নাম দেখে আঁতকে উঠবে না।
একটি সাদা গোলাপ দিতে চেয়েও
দিতে পারোনি বলে তুমি আক্ষেপও করবে না।
কোমায় যাওয়া মানুষেরও কোনো আক্ষেপ থাকে না,
থাকে না গোলাপের লোভ।
তবুও, গোলাপ না পেয়ে আক্ষেপ করে করে
আমি যদি কোমায় চলে যাই,
এই যে যাওয়া আসা, ভালোবাসা, এসব নির্মম নয়।
এটা প্রেম।
এই নির্মম প্রেমের সাক্ষী থাকবে আমার
ব্যাচেলর ব্যালকনি আর তোমার বাগানে ফুটে থাকা
একটি সাদা গোলাপ।
সুন্দর কবিতা।
মারাত্মক কথাবার্তা। কোমার কথা শুনলে গা শিউরে উঠে।
কফিনে বন্দী গোলাপ ও প্রেম অসাধারণ হয়েছে জায়েদ হোসাইন লাকী ভাই।
এই নির্মম প্রেমের সাক্ষী থাকবে আমার ব্যাচেলর ব্যালকনি আর তোমার বাগানে ফুটে থাকা একটি সাদা গোলাপ। ___ ফ্যান্টাস্টিক ক্রিয়েশন মি. জায়েদ হোসাইন লাকী।
কোমায় যাওয়া মানুষেরও কোনো আক্ষেপ থাকে না, থাকে না গোলাপের লোভ।
তাহলে আর কবিতায় আক্ষেপের প্রয়োজন কি কবি !! মেনে নিন।
কফিনে বন্দী গোলাপ ও প্রেম। কফিনে কেন কবি !!
কফিনে বন্দি গোলাপ ও প্রেম শিরোনামটাই একটা চমৎকার ফ্লেভার ছড়িয়েছে পুরো কবিতার অবয়বে।শুভ সকাল ।