একটু সময় তোমার হাতে রাখো
মন ছুঁয়ে যায়
ক্ষণ ছিঁড়ে যায়
তোকে পাবার ইচ্ছে ;
কঠিন সাধন
হাজার বারণ
সময় কেড়ে নিচ্ছে।
বৈশাখী রঙ গায়ে মেখে
হাঁটছি অনেক দূর ,
ওইখানেতে বসত তোমার
কইছে সমুদ্দুর।
মেঘের আঁচল গায়ে মেখে
থাকছো নীরব হয়ে,
সবুজ ঘেরা অরণ্য পথ
ক্লান্তি নিল বয়ে।
বলছি মাঝি ধীরে চলো,
সন্ধ্যে নেমে আসে ;
এমন তাড়া কেন তোমার,
কেও কি আছে পাশে ?
বলছি ভীষন অনুরোধে
এবার বসে থাকো,
একটু সময় আমার জন্য
তোমার হাতে রাখো।
অনবদ্য
ধন্যবাদ।
একটু সময় তোমার হাতে রাখো। শিরোনামের আকুলতা মন আর্দ্র হয়ে উঠলো কবি।
শুভ সকাল।
এ এক অনব্য প্রতীক্ষা কবির।
বাহ হাতটি ধরে হেঁটেই চলছে
কৃষ্ণচূড়া শুধুই ঝরছে ঝরছে—-
ভাল লাগল কবি আপু
সুন্দর ছন্দ। ভালো লেগেছে।
হালকা হালকা কথায় কবিতার স্বরূপ অনন্য হয়েছে কবি।
আমার ভাল লেগেছে কবি রোদেলা নীলা দি।
অভিনন্দন কবি বোন রোদেলা নীলা।
ভালো লিখেছেন কবি রোদেলা।
কবির কবিতা ও কবি দুজনয়ি সুন্দর।