অণুগল্প : খুঁজিস যাহারে

খুঁজিস যাহারে

‘এই বয়সে আমার শরীর না, একটা হৃদয় দরকার, যেখানে আমার জন্য ভালোবাসা পূর্ণ থাকবে। সেই হৃদয়ের অধিকারিণী আমাকে ভালোবাসবে, একটু বুঝবে, একটু আমার জন্য ফিল করবে, টেন্সড হবে। সব কিছু আমাকে ঘিরে হবে তার। এমন কেউ কি আছে?’ – একদিন নিজের ভেতর থেকে এমন অনুভবে বিলীন হয় শিহাব।

আরেক দিন এক নির্জন খোলা প্রান্তরের পাশ দিয়ে যাবার সময়, সে খোলা মাঠে গিয়ে চিৎকার করে,
‘এমন কেউ কি আছে?’

মাঠ কোনো উত্তর দেয় নাই… শব্দগুলি আকাশের মোহনায় গিয়ে বাতাসের তোড়ে দূর অনন্ত নক্ষত্রবিথী পানে হারায়…।

সেদিনও নদীর পাড়ে বসে জলের বয়ে যাওয়া দেখে দেখে জলের কাছে জানতে চায়,
‘এমন কেউ কি আছে?’ জল বলে,
‘ঢেউয়ের চোখে তাকাও। দেখো, পাবে।’

কিন্তু ঢেউকে আপন মনে সাগর পানে জলকে তাড়িয়ে নিয়ে যাওয়া ছাড়া শিহাব আর কিছু-ই দেখতে পেলো না।

তারপর অন্য একদিন যাত্রীপুর্ণ বাসে ভরা যাত্রীদের মাঝে থেকেও শিহাবের নিজেকে একা… বড্ড একা লাগে। প্রচন্ড চলার পথের শব্দে বড্ড নিঃশব্দে নিজেকে নিজের ভিতর থেকে টেনে এনে সে জিজ্ঞেস করে, ‘এমন কাউকে কি তুমি সত্যি-ই চাও?’

উত্তরে ভিতরের ‘শিহাব’ কী জানায়?

প্রচণ্ড এক বজ্র নির্ঘোষে সে জানান দেয়,
‘হ্যা, চাই চাই চাই। আমি তো এটাই চাই। কিন্তু এমন কেউ কি আছে?’

#মামুনের_অণুগল্প

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

7 thoughts on “অণুগল্প : খুঁজিস যাহারে

  1. শিহাবের জন্য কষ্ট হলো। শিহাবের এই কষ্ট আমিও লালন করে চলেছি দীর্ঘকাল। কোথাও কেউ নেই মি. মামুন। যখন কেউ আসে, থাকে না। চলে যায়। কিছু বলা হয় না।

    1. কষ্টগুলোয় মুড়ে মুড়ে আবৃত শিহাবের জীবন, অনুভব করার জন্য ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ দৃশ্যপট আর শিহাবের মনোলগ। শুভেচ্ছা মামুন ভাই। 

  3. অসাধারণ শিহাবকে স্পষ্ট খুঁজে পেলাম। শুভেচ্ছা মহ. আল মামুন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।