কর্ণ কুহর থেকে হৃদপিণ্ড অব্দি

আমার শহরে তোমার চলে যাবার ঘন্টা ধ্বনি
বেজে উঠুক খুব সন্তর্পণে।
অলিন্দ থেকে নিলয়,
কর্ণ কুহর থেকে হৃদপিণ্ড অব্দি ;
চলে যাবার শব্দ যেন না পৌঁছায়।
ইথারের তরঙ্গ ঘেসে ভেসে আসা অনাবিল কণ্ঠ
আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি ;
আঁজলা ভরা আকাঙ্ক্ষাকে
কড়া চোখের ইশারায় দমিয়ে রেখেছি,
বন্ধ করে দিয়েছি এলোমেলো করে দেওয়া
সব ক’টা দরজা-জানালা,
এ পথে হেঁটে আসবার কোন যৌক্তিকতা আর অবশিষ্ট নেই,
আমি এও জানি;
যুক্তিরও অনেক বাইরে ছিল ক্ষণ মুহূর্তের এই ভালোবাসা,
তাইতো পরাস্ত প্রেম বাস্তবতার কাছে নতি স্বীকার করলোই যখন,
এই শহরে তোমার আর থাকবার কোন প্রয়োজন নেই।।

5 thoughts on “কর্ণ কুহর থেকে হৃদপিণ্ড অব্দি

  1. কবিতায় শুভকামনা কবি রোদেলা নীলা। শুভদিন। 

  2. পরাস্ত প্রেম বাস্তবতার কাছে নতি স্বীকার করলোই যখন,
    … এই শহরে তোমার আর থাকবার কোন প্রয়োজন নেই। চমৎকার রোম্যান্টিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কর্ণ কুহর থেকে হৃদপিণ্ড অব্দি রাখি শুধু ই ভালোবাসা। শুভেচ্ছা কবিবোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আঁজলা ভরা আকাঙ্ক্ষাকে কড়া চোখের ইশারায় দমিয়ে রেখেছি।
    >>> উপমার ব্যবহারটি ভীষণ ভাল লাগলো দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।