তুমি আমার কাছে একটি কবিতা চেয়েছিলে;
ভোরের প্রথম সূর্যের মতো দীপ্ত –
বৃষ্টিধোয়া সবুজ বৃক্ষের মতো স্নিগ্ধ
একটি তরতাজা কবিতা।
নরম ঠোঁটের অনুরণন চাওনি তুমি,
চাওনি খেলতে এলোমেলো বেনুনীতে;
শুধুই চেয়েছিলে মূর্তমাণ একটি কবিতা।
তোমার চিলেকোঠায় বহুবার কড়া নেড়ে ফিরে গেছি –
পুরনো পর্দার ফাঁক গলে ভেসে এসেছে তানপুরার মৃদু ধ্বনি;
ফিরেও চাইলে না !
তাইতো অব্যক্ত আকাঙ্খারা বৃষ্টি হয়ে ঝরে গেল
চোখের তারায়।
কোন কবিতারি জন্ম হলো না আর।
দুঃখজনক যে কোন কবিতারি জন্ম হলো না আর। পাঠক হিসেবে এই আত্মপোলব্ধিকেই কবিতা জ্ঞান করলাম কবি রোদেলা নীলা। ভালো থাকুন। ঈদ মোবারক। 😉
শুভেচ্ছা কবি রোদেলা নীলা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
ভালোবাসাময় হোক ভালোবাসা কবি বোন রোদেলা নীলা।
সুন্দর কবিতা।