সেই অসম রক্ত প্লাবনের পর
বুকের উপত্যকায় জন্ম নিলো তমাল গিরিখাদ,
তোমার কোলে নবজাতক শিশুর পা নাচানো দাপট
জন্ম নিলো নিবিড় সত্তা;
তারপর ভুলে গেছি জীবনের সমস্ত সাধ আহ্লাদ
হয়ে আছি বেমালুম উন্মাদ!!
5 thoughts on “তমাল গিরিখাদ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তমাল গিরিখাদেও ভালো থাকবেন এই প্রত্যাশা করি কবি স্যার মি. দাউদুল ইসলাম।
ঈদ মোবারক।
এক্সপেরিমেন্টাল কবিতা।
শুভেচ্ছা র'লো প্রিয় কবি দা।
সুন্দর কবিতা।
ভালোবাসা কবি দাউদ ভাই।