মেলে ধরো উষ্ণতা …

185_n

তোমাকে পাবার পর;
সবুজ ঘাসে রোদ হেসে ওঠে
ঝলমলে আলোর ঘ্রাণে।
পোড়া কাঠ মরমর শব্দে ভেঙ্গে
উড়ে যায় মাঘী হাওয়ায়;
এখানে শুকনো দেয়াশলাই
কুয়াশার জলে সিক্ত,
লেলিহান শিখার আদর স্পর্শ
ছুঁয়ে যায় না সর্বাঙ্গ।

এখানে কেবল কেরোসিনের ঝাঁঝালো গন্ধ,
হাজার টাকার সিলিন্ডার।
এখানে তিতাসের উনুন আগুন ছড়ালেও
উত্তাপ ছড়াতে পারেনি প্রবল চাওয়ায়।
মোটা কার্ডিগেনের ভাঁজে ভাঁজে বরফ সফেদ ঠান্ডা;
মেঘের আস্তিনে ঘুমিয়ে আছে শীত সকাল,
ধোঁয়া তোলা গরম কফির পেয়ালা;
করোনা নামে তীব্র থাবা,
থামিয়ে রেখেছে পৌষ উৎসব।

হিম হিম রাতগুলো নিয়ত নিয়ন আলোতে
আদ্রতা ছাড়ায়,
নরম কাঁথায় জড়ানো পুরনো গন্ধের কাছে
ফিরে ফিরে যায়।
তোমার সোয়েটার খুলে দাও ,
বহুল ব্যবহৃত সোয়েটার;
যার প্রতি সূতোর ওলি পেরিয়ে
মেখে নেবো আজন্ম উষ্ণতা।।

4 thoughts on “মেলে ধরো উষ্ণতা …

  1. আজন্ম উষ্ণতা ঘিরে থাক জীবন জুড়ে। শুভেচ্ছা অভিনন্দন কবি রোদেলা নীলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।