দায়িত্বের দণ্ডে অপদেবতার ছায়া অপদার্থের বাস

মিথ্যুকরা অন্যকে বিশ্বাস করানোর জন্য বরাবরই শপথ করে কথা বলে, মিথ্যুকরা সবচাইতে বেশি মিথ্যা বললেও আবার তারাই বলে মিথ্যা কথা বলা মহাপাপ। যেভাবে মিথ্যুকদের হাতে ধর্মের ঠিকা, প্রতারকদের কাছে রাষ্ট্রের দেখভাল যেভাবে ঠগীদের কাছে মানুষের জানমালের নিরাপত্তা অর্থহীন।

মনীষীরা কি বলল সেটাতে বিশ্বাস করিও না, একজন রাজা কি বলল সেটা বিশ্বাস করিও না, একজন মহান ব্যক্তি কি বলল সেটা বিশ্বাস করিও না, একজন জ্ঞানী কি বলল সেটা বিশ্বাস করিও না, একজন গুণী মানুষ কি বলল সেটাকে বিশ্বাস করিও না, আমি কি বললাম সেটাও তুমি বিশ্বাস করবে না।

কারণ তোমার বিদ্যা বুদ্ধি আছে জ্ঞান আছে বিবেক আছে তুমি যদি কোন কিছুতে অসম্পূর্ণ না হও তবে তোমার বিবেক কি বলে তোমার মনুষ্যত্ববোধ কি বলে তোমার চিন্তা চেতনা কি বলে তোমার বিচার বুদ্ধি কি বলে সেখানে এই বিশ্বাস স্থাপন করো।

বিশ্বাস অর্জন করো বিশ্বাসকে খুঁজে বের করো তবে তুমি প্রকৃত মানুষ তবে তুমি প্রকৃত সত্যকে উদঘাটন করতে পারবে তবে তুমি প্রকৃত সত্যকে জানতে পারবে তবে তুমি প্রকৃত সত্যকে উপস্থাপন করতে পারবে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারবে।

8 thoughts on “দায়িত্বের দণ্ডে অপদেবতার ছায়া অপদার্থের বাস

  1. বিশ্বাস অর্জন করো বিশ্বাসকে খুঁজে বের করো তবে তুমি প্রকৃত মানুষ তবে তুমি প্রকৃত সত্যকে উদঘাটন করতে পারবে তবে তুমি প্রকৃত সত্যকে জানতে পারবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দায়িত্বের দণ্ডে অপদেবতার ছায়া। সেখানে কেবলই সকল অপদার্থের বাস।

  3. জীবনবোধের লেখা অংশটুকু কোন প্রকাশনার অংশ বিশেষ নাকি শামীম ভাই? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমাদের জগৎ জীবনে প্রত্যেকটা মানুষেরই হিস্যা আমার কথাগুলো, প্রতিদিন যা ঘটছে প্রতিদিন যা হচ্ছে প্রতিদিন যা চলছে প্রতিদিন যা আমরা দেখে আসছি সেসবই আমার লেখার প্রতিপাদ্য। মানুষের দৃষ্টিভঙ্গির সাথে প্রেম করছি মানুষের চিন্তা চেতনার সাথে প্রেম করছি মানুষের বোঝা না বোঝার সাথে প্রেম করছি মানুষের জানা না জানার সাথে প্রেম করছি এভাবে প্রেম না করলে কখনোই মানুষের চিন্তা শক্তির উন্মেষ গুলো জানা যেত না, মানুষ কতটা কি করতে পারে কতটা কি ভাবতে পারে কতটা কি জানতে পারে কতো টা কি বুঝতে পারে এটা কখনোই বোঝা হতো না।  থ্যাংক ইউ সো মাচ দাদা ভালো থাকুন নিরন্তর। তবে এমনি কিছু বিষয় নিয়ে আমার 408 মনস্তাত্ত্বিক দর্শনের উপর এবারের বই মেলায় একটি বই বের হতে যাচ্ছে। অন্য আরেকটি প্রতিষ্ঠান আমার আরেকটি বই বের করতেছেন সেটা সেটা পরবর্তী সময়ে কনফার্ম করেছে আশা করছি সেটাও এমনই কিছু লেখা উপহার দেবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।