মানুষের গল্প-১

অন্ধকার কোলাহল থামলো বটে,
মানুষ তো আজো হয়নি মানুষ।
নীরবতা তো মৌন সম্মতি নয়
তবে কেন শুনি আর্তনাদ?
.
ক্রিয়া সমাপিকা কিংবা অসমাপিকা
হলেওবা কী যায় আসে ইতিহাসের,
ঝরাপাতার গল্পতো মর্মরই হয়।
সমুদ্র আছে বলেই
মানুষ হারায় বিশালতার মাঝে,
মরুভূমির তাতে থোড়াই কেয়ার!
.
পরাজয় আছে বলেই
জয়ী হতে চায় মানুষ,
আবার মৃত্যু আছে বলেইতো
মানুষই সাজায় জীবন …

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

6 thoughts on “মানুষের গল্প-১

  1. পূর্বের ধারাবাহিক লিখাটি আরও খানিকটা পথ পেরুবে এমনটা ধারণা ছিলো। :) যাই হোক আজ যে সিরিজ শুরু হলো এটা অন্তত অনেকটা পথ চলবে এই প্রত্যাশা রাখি। 

    পরাজয় আছে বলেই জয়ী হতে চায় মানুষ, আবার মৃত্যু আছে বলেইতো
    মানুষই সাজায় জীবন। চিরন্তন এই শব্দবাণী। অভিনন্দন মি. রোমেল আজিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

    1. নিরঞ্জনের সিরিজটা এখনো শেষ হয় নি দাদা। ধন্যবাদ সাথে থাকার জন্য………

  2. পছন্দের লাইনগুলো কোট করতে পারছি না। বেশ গভীর অনুভব পুরো কবিতায় প্রতিভাত হয়েছে। 

  3. শুভেচ্ছা কবিতা। মনে হচ্ছে নতুন করে আপনার দ্যাখা পেলেম। :)

  4. ক্রিয়া সমাপিকা কিংবা অসমাপিকা
    হলেওবা কী যায় আসে ইতিহাসের,
    ঝরাপাতার গল্পতো মর্মরই হয়।

    * কবি, শুভ কামনা সবসময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।