নিরঞ্জনের না বলা কথা – ১৩

সময়টা তখন বরষার শেষ
কিংবা শরতের শুরু।
নীল আকাশ ভর্তি
পেজা তুলোর মতো
বরফ শাদা মেঘ;
কাশবনে ঘাসফুলে
ফড়িংয়ের উড়া উড়ি
দিগ্বিদিক ছোটাছুটি।

এমন এক শান্ত বিকেলে
পদ্ম ফোটা রক্তাভ ঝিলের জলে,
ঢিল ছুঁড়ে ব্যাঙ লাফাচ্ছিলাম;
পাশে বসা নিরঞ্জন
লাফ গুলো গুনছিলো।

হঠ্যাৎ গুনা থামিয়ে বলল,

– তুই এভাবে আর ঢিল ছুঁড়িস নে।

– কেন?

– লাফিয়ে লাফিয়ে কি আর
জীবন পার করা যায়?

– ধূর শালা,
ফিলোসফি কপচাবি না।

– বিশ্বাসে সবই হয়
পাওয়া যায় শুধু সাধনায়…

– তাই বুঝি তুই ডুবেছিস,
বিপাশার তপস্যায়?

জ্বলন্ত দু’চোখ মেলে,
নিরঞ্জনের ধীরস্থির উত্তর-
“আগুন দিয়ে কি কখনো আগুন
পোড়ানো যায় রে অরুণ;
ভালোবাসা পেতে
শুধু নীরবে ভালোবাসলেই হয়।”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

10 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ১৩

  1. জ্বলন্ত দু’চোখ মেলে,
    নিরঞ্জনের ধীরস্থির উত্তর-
    “আগুন দিয়ে কি কখনো আগুন
    পোড়ানো যায় রে অরুণ;
    ভালোবাসা পেতে
    শুধু নীরবে ভালোবাসলেই হয়।”

    দারুণ লেগেছে !

  2. বিপাশার তপস্যায়? হুম। একটি লাইনে একটি শব্দ থাকেই এই কবিতায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. “আগুন দিয়ে কি কখনো আগুন
    পোড়ানো যায় রে অরুণ;

    * অপূর্ব…

  4. "বিশ্বাসে সবই হয়
    পাওয়া যায় শুধু সাধনায়"

    অনেকটা বাণী চিরন্তন এর মতোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।