নিরঞ্জনের না বলা কথা – ১৬

পশ্চিম আকাশে তখনো
লালাভ আভা রয়ে গিয়েছে,
ডিমের কুসুমের মতো সূর্যটা
টুপ করে ডুবে যাওয়ার,
আগে থেকেই তাকিয়ে আমরা।

ঘরে ফেরা গরুগুলোর পায়ের ধূলো
তখনো ঊড়ছিল, দূরে নদীর তীরে।
ধীরে ধীরে আবছা হয়ে যাওয়া
পথ ধরে বাড়ি ফিরছিলাম,
বরুণদের পরিত্যক্ত মন্দিরের
কাছে আসতেই,
হঠাৎই নীরবতার অবসান-

-জানিস অরুণ, সাপে কাটলে
ঘোড়া মরে না কখনো।

-বাজে কথা বলবি না,
আমাকে সাপের ভয় দেখাবি না।

-বাজে কথা না,
তুই এটা জানিস না।

– হয়তোবা…

– আচ্ছা অরুণ,
সাপে কাটা ভালো করার তো
কত কিছুই আছে,
কিন্তুু মন কাটা ভালো করার
কি কিছুই নেই?

– প্রশ্নটা তুই বিপাশাকে করিস,
নিরঞ্জন!

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

10 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ১৬

  1. বিপাশারা েই প্রশ্নের উত্তর কখনোই দেয় না কবি, 

    কবিতা ভালো লেগেছে 

  2. কিন্তুু মন কাটা ভালো করার
    কি কিছুই নেই?

     

    * যৌক্তিক…

মন্তব্য প্রধান বন্ধ আছে।