অবরুদ্ধ একাকী সৈনিকের কাছে
বেলফুলের অঞ্জলী শুধুই মূল্যহীন;
হিংসুক হৃদয় যতোই হাসুক
দিন শেষে তব তারাই মলিন।
চিতায় চন্দন কিংবা আম
যে কাঠ সাজাক না কেন,
তা তো মড়াই পোড়ায়।
বোধহীন অহংকারী
যেদিন বুঝে সব, তার
থাকেনা তখন আর
ফেরার উপায়।
তবুও কিছু মানুষ
থাকে অপেক্ষায়,
কখন আসবে তাদের
শুভ বোধের উদয়…
আজ এই ধারাবাহিক কবিতার স্টার্টিং প্যারাটি আমার কাছে অসাধারণ বোধনের লেগেছে। শুভেচ্ছা পেতেই পারেন কবি মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।
অশেষ ধন্যবাদ মুরুব্বী
অবরুদ্ধ একাকী এক সৈনিকের কথা পড়লাম রোমেল ভাই।
এই সকল মানুষের মধ্যে যারা শুভ বোধের অপেক্ষায় থাকে তারা কিছুটা ভাগ্যবান কারণ তাদের শুভবোধের উদয় হলে তারা বেচেঁ যেতে পারে।
শুভেচ্ছা মিঃ রোমেল আজিজ " মানুষের গল্প" সিরিজের জন্য


আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
জীবনের গঠন সবচেয়ে সবচেয়ে জটিল কবি।
হুম, ধন্যবাদ রিয়া দি
শুভেচ্ছা প্রিয় শব্দ সৈনিক।
আপনাকেও শুভেচ্ছা দাদা
শুভ বোধের উদয় হোক— শুভেচ্ছা কবি
তবুও কিছু মানুষ
থাকে অপেক্ষায়,
কখন আসবে তাদের
শুভ বোধের উদয়…
* শুভ বোধের উদয় হোক…
ধন্যবাদ ভাই