মানুষের গল্প ৬

অবরুদ্ধ একাকী সৈনিকের কাছে
বেলফুলের অঞ্জলী শুধুই মূল্যহীন;
হিংসুক হৃদয় যতোই হাসুক
দিন শেষে তব তারাই মলিন।

চিতায় চন্দন কিংবা আম
যে কাঠ সাজাক না কেন,
তা তো মড়াই পোড়ায়।

বোধহীন অহংকারী
যেদিন বুঝে সব, তার
থাকেনা তখন আর
ফেরার উপায়।

তবুও কিছু মানুষ
থাকে অপেক্ষায়,
কখন আসবে তাদের
শুভ বোধের উদয়…

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

14 thoughts on “মানুষের গল্প ৬

  1. আজ এই ধারাবাহিক কবিতার স্টার্টিং প্যারাটি আমার কাছে অসাধারণ বোধনের লেগেছে। শুভেচ্ছা পেতেই পারেন কবি মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা। :)

  2.  এই সকল মানুষের মধ্যে যারা শুভ বোধের অপেক্ষায় থাকে তারা কিছুটা ভাগ্যবান কারণ তাদের শুভবোধের উদয় হলে তারা বেচেঁ যেতে পারে।

    শুভেচ্ছা মিঃ রোমেল আজিজ " মানুষের গল্প" সিরিজের জন্যhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. তবুও কিছু মানুষ
    থাকে অপেক্ষায়,
    কখন আসবে তাদের
    শুভ বোধের উদয়…

     

    * শুভ বোধের উদয় হোক… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।