মাধবীলতা বেড়ে উঠছিল
সে-সময়, সকাল – বিকেল।
এ-পাড়া ও-পাড়া বেড়াতে বেড়াতে
উড়তে উড়তে দূরে দূরে
জড়িয়ে গিয়েছিল, অদৃশ্য সুতোয়।
যেদিন মাকড়সা এলো
বুনলো নতুন জাল
পুরনো সুতোয়;
সেদিন থেকে দিন ফুরালো-
ফিরলো না আর সুদিন
মাধবীলতার…
মাধবীলতা বেড়ে উঠছিল
সে-সময়, সকাল – বিকেল।
এ-পাড়া ও-পাড়া বেড়াতে বেড়াতে
উড়তে উড়তে দূরে দূরে
জড়িয়ে গিয়েছিল, অদৃশ্য সুতোয়।
যেদিন মাকড়সা এলো
বুনলো নতুন জাল
পুরনো সুতোয়;
সেদিন থেকে দিন ফুরালো-
ফিরলো না আর সুদিন
মাধবীলতার…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শেষের হাহাকার হৃদয়ে যেন বেজে উঠলো মি. রোমেল আজিজ।
দুঃখিত মুরব্বী
যেদিন মাকড়সা এলো
বুনলো নতুন জাল
পুরনো সুতোয়;
সেদিন থেকে দিন ফুরালো-
ফিরলো না আর সুদিন
মাধবীলতার…
* সাবলীল উপস্থাপনা…
শুভরাত্রি।
ধন্যবাদ
মাধবীলতার জন্য শুভেচ্ছা রইলো কবি।
মাধবীলতাদের যে সুখী হতে নেই দিদি
আকর্ষণীয় কবিতা।
ধন্যবাদ
হুম ! মাধবীলতা !