রাতের শেষ প্রহর;
অস্পষ্ট আলোয়
চুলে ঢাকা তোমার মুখ,
তুমি গভীর ঘুমে বিভোর।
মধ্যরাতে যখন পড়ছিলাম
টেবিল ল্যাম্পের আলোয়,
তখন ডেকেছিলে কাছে
কিন্তু তাকাইনি আমি, দেইনি সাড়া
তোমার কাঙ্খিত আহবানে।
জানি তুমি এক খরস্রোতা নদী
যেখানে সাঁতরিয়েছি আমি হাজারবার,
জানি আমি এ নদীর গভীরতা ;
কত নিস্তরঙ্গ ঢেউ আসে
সময় – অসময়ে।
আজ আর তোমাকে
পাড়ি দিতে চাই না আমি,
নির্ভীক নাবিকের মতন ;
বালিহাঁস হয়ে ভাসতে চাই
তোমার মোহনায়।
কবিতায় শুভেচ্ছা আর অভিনন্দন মি. রোমেল আজিজ। শুভ দিন।
রাতের শেষ প্রহর; অস্পষ্ট আলোয়
চুলে ঢাকা তোমার মুখ, তুমি গভীর ঘুমে বিভোর। দারুণ কবিতা।
দারুণ কবি রোমেল ভাই। ভালোবাসা। :yes:
শুভকামনা প্রিয় কবি দা।
সুন্দর।