শুকতারা না চিনে
কালপুরুষ দেখতে চাওয়া যেমন ভুল,
জীবন বেদ না জেনে
তোমাকে বুঝতে যাওয়াও ছিল ভুল।
গিয়েছিলাম ভুলে,
কচুরিপানা আর পদ্মের,
মৌলিক পার্থক্য।
একজন পাল্টায় ঘাট অবিরাম,
আর অন্যজন ?
অন্যজন জীবন কাটায় স্থির থেকে
হৃদয়ে বাঁধা যে তার অদৃশ্য শিকল !
এভাবে মৌলিক পার্থক্য গুলো ভুলে যাই বলেই আমরা হয়তো বেচে আছি।
শুভেচ্ছা জানবেন কবি
এই কবিতাটিও আপনার অনন্য সাধারণ হয়েছে মি. রোমেল আজিজ।
কবিতার বাণী পরম সত্য মানলাম। সুন্দর।
ভালো লাগার মতো কবিতা কবি রোমেল ভাই। ভালোবাসা।
জীবন বেদ বা জীবনের বেদ। শুভেচ্ছা কবি দা।