পাখির ব্যাথা বুঝে না বলেই
তীরন্দাজ অনুশোচনায় ভুগে না।
সব সিঁড়িই উপরের দিকে নেয় না
শেষটায় যে ছাদের কার্নিশ;
লোভে পড়ে টপকাতে গেলে
নিশ্চিত পতন।
কতটুকু এগুবো
তা না ভাবলেও,
জানতে হয়
থামবো কখন…
—————-
#লোভ
২৮ ০২ ২০২০
আজিমপুর, ঢাকা।
পাখির ব্যাথা বুঝে না বলেই
তীরন্দাজ অনুশোচনায় ভুগে না।
সব সিঁড়িই উপরের দিকে নেয় না
শেষটায় যে ছাদের কার্নিশ;
লোভে পড়ে টপকাতে গেলে
নিশ্চিত পতন।
কতটুকু এগুবো
তা না ভাবলেও,
জানতে হয়
থামবো কখন…
—————-
#লোভ
২৮ ০২ ২০২০
আজিমপুর, ঢাকা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শিল্পসম্মত মনোভাব প্রকাশ, ভালোই ।
রোমেল আজিজ এর কবিতা মানে মুগ্ধতা। অভিনন্দন কবি। শব্দনীড়ে নিয়মিত আসুন।