অসম সমীকরণ

শুক্লপক্ষের দ্বাদশ তিথির চাঁদটা
যতোই জোছনা ঝরাক না কেন
তোর শহরে এই রাত্রি দ্বিপ্রহরে,
তবুও জেগে থাকে অসময়ে
এক অভিশপ্ত ক্লান্ত হৃদয়
পুরনো ব্যাথা গুলো বয়ে।

অভিশাপ দিলেও
তবুও যে জীবন যায় কেটে,
জীবনের অসম সমীকরণে।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

3 thoughts on “অসম সমীকরণ

মন্তব্য প্রধান বন্ধ আছে।