অতঃপর তোদের মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনি,
শেষ অগ্রহায়ণের ঝরে যাওয়া পাতার মতো নয়
পাথর চাপায় ধীরে ধীরে ফ্যাকাসে হয়ে যাওয়া
ঘাসের মতো একটু একটু করে
তোদের ম্লান হয়ে যাওয়া মুখ গুলো
দেখার অপেক্ষায় প্রহর গুনি আমি,
প্রহর গুনি আমি তোদের করুণ মৃত্যুর।
প্রহর গুনি তোদের পতনের
প্রহর গুনি তোদের মৃত্যুর,
না, না,
প্রহর গুনি আমি
তোদের অহংকারের মৃত্যুর,
তোদের অহংকারের পতনের…
ভালো থাকুন নিরাপদে থাকুন এই শুভেচ্ছা কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল।