কত দিন রাত্রি কেটে গেছে
মেঠো চাঁদ, শীতল কুয়াশা ছুঁয়ে।
হঠাৎ,
মাঝরাতে ঘুম ভেঙে গেলে –
মলিন চোখে তোমাকে খুঁজি
পৃথিবীর মানুষের ভিড়ে।
কার্তিক কিংবা মাঘের রাত্রে,
ঝরে পড়া নির্জন পাতার মতন
রাত্রির ঢেউয়ে ভেসে যাবো
ধুলো মাটি কাঁকরে মিশে
ঐ দূর নক্ষত্রের পারে।
তারপর একদিন …
হয়তো খুঁজে পাবো তোমায়
পৃথিবীর পথ হেঁটে হেঁটে নক্ষত্রের তলে।
সেইদিন দেখবে তুমি
নিথর দুটি হাত ছুঁয়ে
যে শরীর ঝরে গেছে
যখন পায়ের শব্দ থেমে যায়
নিশ্চুপ সোনালি হরিণের মতো।
সেইদিন এ হৃদয় ভরে যাবে
আকাশের তারার মতন
আলো অন্ধকারে
সমুদ্রের জলে।
প্রায় অনিয়মিত ভাবেই আপনার কবিতা পড়ে চলেছি। অভিনন্দন কবি পথিক সুজন।
আন্তরিক ভাবে দুঃখিত ভাই,,,
আশা করছি এখন থেকে নিয়মিত হবো ।।
নিরাপদ থাকুন সুস্থ থাকুন
ধন্যবাদ কবি।
প্রেমবিরহ কবি দা
অসাধারণ রচনাশৈলী ।