অসীম খুন ও একজন অনুসৃতা

তুমি কেন আমায় করলে খুন?
কেন বাঁচাতে দিলে না,
আরও দশটা মিনিট?
দিলে না পূরন করতে আমার
অন্তিম ইচ্ছে?

আবারো জন্মাতে যে হবে আমায়
পূরন করতে হবে সব অপূর্ণতা।
ভাবতেই তো লাগছে ভীষণ ভয়…..
আবার সেই একঘেয়ে জীবন….
অ আ শেখা,
সাইকেল চালানো, সাঁতার
শিখতে হবে যে
আরও কত কী??
জানতে যে হবে আবারো
হাজারো বিরক্তিকর প্রশ্নের
ক্লান্তিকর সব উত্তর!

বৃষ্টিতে ভিজে আবারও
ভুগতে যে হবে জ্বরে।
খেতে হবে কত অজস্র প্রহার,
বড় আর বন্ধুদের হাতের।
আবারো ভাঙা হাত ঝুলিয়ে স্লিংয়ে
হাঁটতে হবে পথে পথে,
সইতে যে হবে কত
বিদ্রুপ আর উপহাস!
কাটাতে হবে আবার
সময় গুলো হতাশাতে।

এরপর আবারো আমায়
মরতে হবে তোমার হাতে।
তবুও জন্ম নিব যতবার;
ভালবাসবো তোমায়, এই আমি আবার;
বারেবার তোমার হাতে-
খুন হওয়ার জন্যে,
অনুসৃতা।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

3 thoughts on “অসীম খুন ও একজন অনুসৃতা

  1. সিরিজ এই কবিতা পাঠে বরাবরই মুগ্ধ হলাম। শুভেচ্ছা মি. রোমেল আজিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।