আমরা বরং ক্ষত নিয়ে ফিরে যাই
দু-প্রহরের গল্প বিসর্জন দিই
সমদ্রের গা ঘেঁষা নির্জন ঢেউয়ের কাছে।
প্রেম ভেবে কুড়িয়ে নিই
মরা শামুকের খোলস।
আমরা বরং ক্ষত নিয়েই ফিরে যাই
যেমন করে ফিরে যায়-
বিকেলের ঠোঁটে চুমু খাওয়া কুমারী হাওয়া।
আমরা বরং ক্ষত নিয়ে ফিরে যাই
দু-প্রহরের গল্প বিসর্জন দিই
সমদ্রের গা ঘেঁষা নির্জন ঢেউয়ের কাছে।
প্রেম ভেবে কুড়িয়ে নিই
মরা শামুকের খোলস।
আমরা বরং ক্ষত নিয়েই ফিরে যাই
যেমন করে ফিরে যায়-
বিকেলের ঠোঁটে চুমু খাওয়া কুমারী হাওয়া।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেকদিন পর আপনার লিখা পড়লাম। সুন্দর লিখেছেন।
আমার বিশ্বাস … সাহিত্যের জন্য আপনি যদি বাড়তি কিছু সময় দিতেন ভালো হতো।
ধন্যবাদ এবং শুভকামনা জানবেন রুবা। শব্দনীড় এর পাশে থাকলে খুশি হবো আমরা।
চেষ্টা করবো স্যার সময় বের করার।
শব্দনীড়ের সাথেই থাকবো ইনশাল্লাহ্
ক্ষত নিয়ে ফিরে যাবার কোন মানে নেই, ক্ষতগুলো মুছে যাক মায়ায়।
ধন্যবাদ নিশাদ সাহেব,,,আপনার হাত ধরেই শব্দনীড়ে এসেছিলাম।
মায়াগুলো বিলীন হোক, থেকে যাক ক্ষত।
আমরা বরং ক্ষত নিয়ে ফিরে যাই
দু-প্রহরের গল্প বিসর্জন দিই
সমদ্রের গা ঘেঁষা নির্জন ঢেউয়ের কাছে।
প্রেম ভেবে কুড়িয়ে নিই
মরা শামুকের খোলস।- ভালো লাগলো।
কৃতজ্ঞতা জানবেন।
বেশ তাই হোক প্রতিক্ষণ
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা