প্রিয় ব্লগ শব্দনীড়কে ফিরে পেয়ে আপ্লুত। প্রিয় বন্ধু আজাদ কাশ্মীর জামান জানালেন শব্দনীড় ফিরে এসেছে আর অমনিই নিবন্ধন কম্ম সেরে ফেললাম! কিন্তু এর মধ্যে আমার সুরত মোবারক অনেক বদলে গেছে তাই ভাবলাম এটাই আগে সবাইকে জানান দেই।
প্রিয় ব্লগ শব্দনীড়কে ফিরে পেয়ে আপ্লুত। প্রিয় বন্ধু আজাদ কাশ্মীর জামান জানালেন শব্দনীড় ফিরে এসেছে আর অমনিই নিবন্ধন কম্ম সেরে ফেললাম! কিন্তু এর মধ্যে আমার সুরত মোবারক অনেক বদলে গেছে তাই ভাবলাম এটাই আগে সবাইকে জানান দেই।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ প্রিয় বন্ধু মোঃ খালিদ উমর। সুস্বাগতম আপনাকে।
ধন্যবাদ প্রিয়, আবার ফিরে আসার আমন্ত্রন জানিয়েছেন বলে। শুভ কামুনা।
শুভেচ্ছা ও শুভ কামনা রইল। প্রিয় শ্রদ্ধেয় দাদা ভাই।
আবার ফিরে পেয়ে খুবই ভাল লাগছে। আশা করি সাথেই থাকবেন।
পুরনো প্ল্যাটফর্মে স্বাগত ভাই।
ধন্যবাদ মামুন ভাই, এবার যোগাযগ ঠিকই থাকবে আগের মতই আশা করছি।
জি ভাই, থাকবে ইনশা আল্লাহ।
শুভেচ্ছা রইল
শুভেচ্ছা।
নতুন সুরতে ভাল লাগছে মাশাল্লাহ
বেশ বলেছেন, ধন্যবাদ।
দাদা সালাম নিবেন আশা করি ভাল আছেন
শব্দনীড় আবার নতুন ভাবে প্রকাশ হয়েছে সেখানে
আপনাকে পেয়ে সত্যিই আনন্দ লাগছে-
দোয়া করি ভাল সুস্থ্য থাকুন
ধন্যবাদ লিটন ভাই।