দৃষ্টি ফেলো ভেবে চিন্তে
দৃষ্টি ফেলো মায়ায়
এমন দৃষ্টি ফেলোনা তুমি
দেখলে কাঁদে ছায়ায়
মিষ্টি কথায় মানুষ জোটে
তিক্ত কথায় দূরে
এক পলকের দৃষ্টি তোমায়
পুড়িয়ে ছাই করে
দৃষ্টির মাঝে আছে সুখ
দৃষ্টির মাঝে জ্বালা
অমন দৃষ্টি আর ফেলোনা
বুঝলে মানুষ কালা।
কসাইবাড়ি, দক্ষিণখান, রাত: ০১:০০, ২০০৪২০১৭।
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
হাই হ্যালো।
ছড়া দারুন লেগেছে। বিশেষ করে-
মিষ্টি কথায় মানুষ জোটে
তিক্ত কথায় দূরে
এক পলকের দৃষ্টি তোমায়
পুড়িয়ে ছাই করে
আপনার কল্যান হোক।
।
চমৎকার হয়েছে। বিশেষ করে পদ্য ছন্দ লিখাটিকে অনন্য করেছে।
“দৃষ্টির মাঝে আছে সুখ
দৃষ্টির মাঝে জ্বালা
অমন দৃষ্টি আর ফেলোনা
বুঝলে মানুষ কালা।”
শুভেচ্ছা জানবেন কবি ভায়া।